1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

বিষপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মোঃ কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৪৬ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষপানে মৃত্যু হয়েছে এক কলেজ শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিষপানের প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী জুনেদ রহমান(২১) কলেজ ছাত্রদলের সদস্য সচিব। সে শহরতলীর সুরভী আবাসিক এলাকার বাসিন্দা মোঃ সামছুদ্দিনের পুত্র। শনিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে জুনেদ মারা যান। এদিকে জুনেদের পিতা এটিকে হত্যা বলে দাবি করেছেন।

জুনেদের পিতা জানান, গত শুক্রবার দুপুরে তার ছেলে জুনেদের বন্ধু ফোন করে মোহাজিরাবাদে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলে। জুনেদ যে মেয়েটির সাথে প্রেম করতো তাদের ঘরেই নাকি সে বিষ খেয়েছে। খবর পেয়ে আমি সিএনজি অটোরিকশায় জুনেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সিলেট নিয়ে যাওয়ার পর সে মারা যায়।

তিনি অভিযোগ করে বলেন, ওই মেয়ের মা আমার ছেলেকে বলে, ‘যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো তাহলে বিষ খেয়ে দেখাও’। এই কথা বলে সেলিনা বেগম আমার ছেলের হাতে বিষ তুলে দেন এবং জুনেদ বিষপান করে৷

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়ের মা বলেন, ছেলেটি শুক্রবার বাসায় এসে আমার মেয়েকে বিয়ে করার জন্য মিনতি করে। কিন্তু ছেলের বাবা তার অন্যত্র বিয়ে ঠিক করেছেন, তার কাছে বিয়ে দেয়া আর সম্ভব নয়। শোনার পর সে চলে যায়। এদিকে, মেয়ের বাবা গতকাল রাতে শ্রীমঙ্গল থানায় জুনেদের বিরুদ্ধে মেয়েকে উত্যক্ত করার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, আমরা লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT