বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির মিডিয়া সেলে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।
আজ বুধবার(৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাকে স্বাগত জানান।
সাত বছর পর মায়ের দেখা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মা’কে জড়িয়ে ধরেন। পুত্রবধূ জোবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কথা উল্লেখ করে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরে এমন তথ্য জানা যায়।
এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আড়াই ঘণ্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হন বিএনপি চেয়ারপারসন।