1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভিক্ষুক কোহিনুরের চুরি হওয়া শিশু ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

ভিক্ষুক কোহিনুরের চুরি হওয়া শিশু ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুর বেগমের শিশু সন্তানকে চুরি হওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ, একই সাথে আটক করেছে শিশু সন্তান চুরির সাথে জড়িত চোরচক্রের নারী-পুরুষসহ দুজনকে। আটককৃতরা হলেন চোরচক্রের সদস্য শিমুল হোসেন(২৭) ও তার স্ত্রী ইয়াসমিন বেগম(২৪)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শাহপুর গ্রামে।

পুলিশ জানায়, গত শনিবার, ১০ সেপ্টেম্বর, দিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোড এলাকা থেকে ভিক্ষুক কোহিনুর বেগমের কোল থেকে আদর করার নামে তিন মাসের শিশুকে নিয়ে পালিয়ে যায়। শিশুটির মা তার স্বামী শহিদ আলীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করেন। তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডের শাহেনা আক্তারের বাসার ভাড়া ঘরে থাকেন।

শিশুটি চুরি হয়ে গেলে তিনি শ্রীমঙ্গল থানায় শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করে।

এসময় শিশু চুরির সাথে জড়িত শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি(তদন্ত) হুমায়ুন কবীর জানান, আটককৃতরা অসহায় গরীব শিশুটি’র মায়ের সাথে সুসর্ম্পক থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT