মুক্তকথা: লন্ডন, সোমবার ১২ই অগ্রহায়ণ ১৪২৩।। অন্তত ১০টি রাজনৈতিক দল দেশ জুড়ে সোমবার নোট বাতিলের প্রতিবাদে পথে নেমেছে। এই দলগুলির মধ্যে শুধু বামদলগুলিই ভারত বন্ধের ডাক দিয়েছে। অন্যদের কর্মসূচি মিটিং-মিছিল-বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ। কংগ্রেস, তৃণমূল, আপের মতো দলগুলি বামদের ডাকা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতাও করেছে। তবে প্রতিবাদের পন্থা নিয়ে সংসদের বাইরে বিরোধীদের মধ্যে যতই মতভেদ থাক, সংসদের অন্দরে কিন্তু গোটা বিরোধী পক্ষ একদিকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট সঙ্কট বিতর্কে অংশ না নেওয়া পর্যন্ত সংসদ চলতে দেওয়া হবে না, বিরোধীদের অবস্থান সংসদে এই রকমই। (আনন্দবাজার থেকে)