নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল মিয়া, শহীদ মিয়া ও শুধাংসুকে চারদিন আগেই র্যাব তাদের ধরে নিয়ে যায়। রোববার ভোরে মাজদিহি চা বাগানে র্যাবের কথিত বন্ধুক যুদ্ধে তোফায়েল ও শহীদ মিয়া নিহত হন।প্রতাপী গ্রামের নিহত শহীদ মিয়ার বাড়িতে গিয়ে মহিলাদের কান্নার রোল দেখা যায়। এসময়ে শহীদের মা বেগম বিবি ও স্ত্রী রিমা বেগম বলেন, ভয়ে শহীদ রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামে আশ্রয় নেয়। গত বুধবার রাত ১২টায় র্যাব সেখান থেকে শহীদ মিয়াকে ধরে নিয়ে যায়। এসময় তাকে এক গ্লাস পানিও খেতে দেয়নি তারা। তারা খুবই মারধোর করেছে বলে তারা অর্ভিযোগ করেন।
অপরদিকে চৈত্রঘাটের সুধাংশু দত্তের বাড়িতে গেলে তার ভাইয়ের বউ পিংকি দত্ত বলেন, গত মঙ্গলবার একজন লোক ফোন করে সুধাংশুকে বাজারে নিয়ে যায়। পরে শুনেছি সেখান থেকে র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত সুধাংশু দত্ত নিখোঁজ রয়েছেন বলা হলেও স্থানীয় একটি সূত্র জানায়, সুধাংশুকে সিলেট র্যাব অফিসে রাখা হয়েছে।
|