1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রোনাল্ডো'র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় তার পৃষ্ঠপোষক কোম্পানী উদ্বিগ্ন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

রোনাল্ডো’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় তার পৃষ্ঠপোষক কোম্পানী উদ্বিগ্ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৩৫০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ কক্ষ।। বৃহত্তর দু’টি পৃষ্ঠপোষক সংস্থা “নাইক” ও “ইএ” খ্যাতিমান ফুটবলার ক্রিস্টিনো রোনাল্ডো-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসায় তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে। এক সংবাদ বার্তায় তারা বলেন, “বিরক্তিকর এমন অভিযোগের কারণে আমরা গভীর উদ্বিগ্ন এবং খুব নিবিড়ভাবে কাছে থেকে বিষয়টি আমরা পর্যবেক্ষন করে যাবো।” ন্যাশনেল হ্যারাল্ড আজ এ খবর দিয়েছে।
গত ৪ঠা অক্টোবর বৃহস্পতিবার এক বিবৃতিতে “নাইক” এমন উচ্চারণ করেছে। বিশ্বের হাতে গোনা গুটি দু’য়েক নামী ফুটবল খেলোয়াড়দের মধ্যে রোনাল্ডোর সাথে নাইকের বিজ্ঞাপন চুক্তি রয়েছে এমনকি খেলার সময় মাঠে রোনাল্ডো তাদের কোম্পানীর ছাপ ব্যবহার করবেন।
এই খেলোড়ী কোম্পানীর সাথে রোনাল্ডোর সর্বশেষ লেনদেন ২০১৬সালে একবার বাধাগ্রস্ত হয়েছিল যার পরিমাণ শুনা গিয়েছিল ইংলিশ পাউন্ডে ৮৬৮পাঃ, ডলারে এর মূল্য দাড়ায় প্রায় ১বিলিয়ন।
“ইএ স্পোর্টস”এর নির্মিত ফিফা ভিডিও খেলায় রোনাল্ডো অবশ্য মূখ্য ব্যক্তি।
৩৩ বছর বয়সী রোনাল্ডো অবশ্য তার বিরুদ্ধে আনীত ২০০৯সালে একজন আমেরিকান মহিলাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT