নিজেদের রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শতাধিক আবাসিককে রাত ১ ঘটিকার দিকে তাদের ঘর-বাড়ী ছেড়ে সরে যেতে হয়েছে তাদের উঁচু দালানে আগুন লেগে যাবার কারণে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিনগত রাত অনুমান ১টা কিংবা দেড়টার দিকে রাজধানী লণ্ডনের ষ্ট্রাটফোর্ড এলাকার ‘লেদার লেনে’। বাঙ্গালী অধ্যুষিত লেদার লেনের ওই সুউচ্চ দালানের ১৭ তলার একটি ফ্লাটবাড়ীতে আগুন লাগে। প্রেস এসোসিয়েশনের বরাত দিয়ে প্রকাশিত ‘দি টেলিগ্রাফ’এর এই খবর ‘এ্যাপলনিউজ’ পাঠিয়েছে।
আগুন লাগার সাথে সাথে ‘সামাজিক গণমাধ্যমে’ ছবিভিডিওসহ খবর ছড়িয়ে পরে। রাত ১.২০ মিনিটের সময় দমকল বাহিনী বিভিন্ন মানুষের কাছ থেকে ফোনে খবর পায় এবং সাথে সাথে ৮টি দমকল সহ ৫৮জন কর্মী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। দেড় ঘন্টা সময়ের মধ্যে তারা আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কি থেকে আগুন লেগেছে তাও এখনও জানা যায়নি। তবে আগুন লাগা ফ্লাটবাড়ীটি পুড়ে ভষ্ম হয়েগেছে বলে দমকলসূত্রে জানা গেছে।’