প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ।। বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো শমশেরনগর বিএএফ শাহীন কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক এ অনুষ্ঠানে, ২০১৮সালে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে যেসকল কৃতি শিক্ষার্থীগন শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম হয়েছেন তাদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, লোকগীতি, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, হাছন রাজার গান, নাটিকা ও নৃত্য অনন্য আন্তরিকতায় পরিবেশন করে উপস্থিত দর্শক স্রোতাদের মুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাশারের এয়ার অধিনায়ক ও শাহীন কলেজ গভর্নিং বডির সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শফিউল আলম, ওএসপি, বিএসসি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল হাসান।
সবশেষে আমন্ত্রিত প্রধান অতিথিকে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের পক্ষে একটি সম্মাননা ক্রেষ্ট ও এ কলেজের পক্ষে আঁকা সিলেটের চা-বাগানের প্রাকৃতিক দৃশ্যের একটি নিখুত ছবি প্রদান করা হয়। প্রধান অতিথি ২০১৮সালে এ কলেজের শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীদের হাতে সম্মাননা পত্র তুলে দেন। এছাড়ও জাতীয় বিভিন্ন প্রতিযোগীতায় মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বধারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।