1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সত্যটা তা'হলে কি? - মুক্তকথা
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

সত্যটা তা’হলে কি?

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ পড়া হয়েছে

নির্বাহী প্রকৌশলীর কথা সত্য না-কি কর্মচারী-শ্রমিকদের কথা সত্য?

মৌলভীবাজারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী মোঃ কায়সার হামিদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান’র অপসরাণ’র দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে কার্যালয় ফটকে অবস্থান করে অনিয়মিত কর্মচারী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে সওজ’র সম্মুখে গেলে এ প্রতিবেদক তাদের সাথে কথা বলেন, জানতে চাওয়া হয় কোন কারণে তারা ওই দুই কর্মকর্তার বিরোদ্ধে অবস্থান নিয়েছেন। এসময় অবস্থানরত মাষ্টার রুলের কম্পিউটার চালক- ভক্ত ভৌমিক ও যিশু দাশ বলেন, ব্যানারে যা লেখা আছে ওইগুলোই আমাদের বক্তব্য। আমরা জেলা প্রশাসক বরাবরে ওই দুজনের বিরোদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। খবর নিলে জানতে পারবেন।

এদিকে সওজ’র হিসাব রক্ষক সেলিম আহমদ’র সাথে আলাপচারিতা হলে তিনি বলেন, “তারা পেসিফিক কিছু বলে নাই। আমাদের কাছে লিখিত কোন অভিযোগ দেয়নি। তারা যে দূর্নীতির বিষয় নিয়ে আসছে তা সম্পুর্ণ মিথ্যা।”

এদিকে মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহি প্রকৌশলী মোঃ কায়সার হামিদ বলেন, “এখন তারা আমাদের বিরোদ্ধে বলতেছে। তিনি বলেন, মূল বিষয়টি হচ্ছে, মাষ্টাররুলে ২/৩জন কাজের আবেদন করে। তাদের মধ্যে একজন কাজ পাইছে, আরেকজন পায়নি। এই হচ্ছে সমস্যা”।

স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কার কথা সত্য?

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT