স্বাধীনতা প্রদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা, সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান; প্রয়াত আজিজুর রহমান’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন, মৌলভীবাজার’র আয়োজনে গত শুক্রবার ১৮ আগষ্ট বিকেল ৫টায় স্থানীয় পৌরমিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন’র সদস্য আব্দুল খালিক চৌধুরী। স্মরণ সভায় প্রয়াত আজিজুর রহমানের মুক্তিযুদ্ধকালীন নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। প্রয়াত আজিজুর রহমান সংসদের সাবেক এমপি, হুইপ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান’র দ্বায়িত্ব পালন করেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ই আগষ্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। স্মরণানুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিগন। |