লন্ডন: শুক্রবার, ২৭শে মাঘ ১৪২৩।। জঙ্গী যোগ থাকতে পারে এই সন্দেহে বিগত চারমাসে ৩৯হাজার পাকিস্তানীকে দেশ থেকে বের করে দিয়েছে সৌদি আরব। এদের বিরুদ্ধে ভিসার নিয়ম ভাঙ্গারও অভিযোগ রয়েছে। সৌদি বিদেশ মন্ত্রনালয় সূত্রে খবর, এরপরে যেসব পাকিস্তানীকে সৌদি আরবে আসার অনুমতি দেয়া হয়েছে তাদের পরিচয় ও গতিবিধি পুরোপুরি যাচাই করে তবেই দেশে ঢুকতে দেয়া হবে।
মনে করা হচ্ছে, বহিস্কৃতদের সাথে জঙ্গী দল আইএস-এর যোগসাজশ থাকতে পারে। আর শুধু সন্ত্রাসবাদী কার্য্যকলাপই নয়, অনেকে আবার মাদক পাচার, চুরি, ডাকাতি, শারীরিক নিগ্রহের মতো অপরাধের সঙ্গে যুক্ত বলেও মনে করছে সৌদি প্রসাশন। পাশাপাশি এবার থেকে কোনও পাকিস্তানীকে কাজে নিয়োগ করার আগে তাকে পুরোপুরি যাচাই বাচাই করে নেয়ার নির্দেশ জারি করা হবে। সৌদির অভিবাসন কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুল্লা আল সাদউন বলেন, ‘পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদে জর্জরিত। তবে দাপট কমলেও তালিবান পাকিস্তানের মাটিতে এখনও সক্রিয়। তাই আমাদেরো সতর্ক হতে হবে’। সৌদি আরব প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই মূহুর্তে ৮২জন পাকিস্তানী সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে গোয়েন্দাদের হেপাজতে রয়েছে। (আজকাল থেকে)