মুক্তকথাঃ ঢাকা॥ দেশের বিশিষ্ট নারী সাংবাদিক নূরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের চিকিৎসার সকল দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।
বাংলাদেশের নারী সাংবাদিকতার পথ প্রদর্শক বেগন নূরজাহান গত বুধবার শ্বাসক্রিয়া সমস্যায় ঢাকার স্কোয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে “ইনটেনসিভ কেয়ার”-এ স্থানান্তর করা হয়। বিশেষ চিকিতসকদের কাছে পরে তার নিউমোনিয়া আক্রান্তের বিষয় ধরা পড়ে।
উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক “সওগাত” সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের কন্যা নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ঠা জুন জন্মগ্রহন করেন। নূরজাহান, ১৯৪০ সালে তার সাংবাদিকতার কাজ শুরু করেন এবং প্রায় ৬০ বছর তিনি “সাপ্তাহিক বেগম” পত্রিকার সম্পাদকের দায়ীত্ব পালন করেন। বর্তমানে তার বয়স ৯১ বছর। ২০১১ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ খেতাব একুশে পদক লাভ করেন।