1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অনিশ্চিত ভবিষ্যতের পথে শেভরণ গ্যাস ক্ষেত্রের চাকুরিচ্যুৎ ২২ কর্মচারী পরিবার - মুক্তকথা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

অনিশ্চিত ভবিষ্যতের পথে শেভরণ গ্যাস ক্ষেত্রের চাকুরিচ্যুৎ ২২ কর্মচারী পরিবার

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৯৭ পড়া হয়েছে

চাকুরিতে পুনর্বহালের দাবীতে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলস্থ শেভরণ কোম্পানীর কালাপুর গ্যাস প্লান্টের চাকুরিচ্যুৎ ২২ কর্মচারী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাকুরিতে পুনর্বহালের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমঙ্গলস্থ কালাপুর গ্যাস প্লান্টের চাকুরিচ্যুৎ ২২ কর্মচারী। মঙ্গলবার(১১ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন ২০০৪ সাল থেকে আমরা উপজেলার কালাপুরস্থ শেভরণ গ্যাস প্লান্টে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পদে চাকুরি করে আসছি। শ্রম আইন ২০০৬ অনুযায়ী ২ বছরের মধ্যে কর্মচারীকে স্থায়ীকরণের বিধান রয়েছে। কিন্তু চাকুরিদাতা প্রতিষ্ঠান সরকারী বিধিবদ্ধ এসব আইন কখনও সঠিক ভাবে বাস্তবায়ন করেনি। কোম্পানি ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করা হয়নি। এই ব্যাপারে কোম্পানী বরাবর দফায় দফায় লিখিতভাবে আবেদন করা হলেও আমাদের দাবী দাওয়া নিয়ে কোম্পানী আলোচনা পর্যন্ত করেনি। এর প্রতিবাদে ২০১৩সালে সাধারণ শ্রমিকরা চাকুরি স্থায়ী ও বেতন বৃদ্ধির দাবী নিয়ে ১৫ দিন কর্মবিরতি পালন করি।

কথা দিয়ে কথা রাখেনি, ১০ বছরেও কোন পদক্ষেপ নেয়নি কালাপুর শেভরণ গ্যাস কোম্পানী

কোম্পানী আমাদের চাকুরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেয়ায় আমরা কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এসে পুনরায় কাজে যোগদান করি। কিন্তু ২০১৩ সাল থেকে ২০২৩ সাল এই ১০ বছরের মধ্যে বেতন বৃদ্ধি বা চাকুরি স্থায়ী করার কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

এসকল বিদেশীকোম্পানী আদালতের রায়ও মানে না

১০ বছরেও চাকুরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির বিষয়ে আমরা শেভরণ কর্তৃপক্ষ বরাবরে কয়েকদফা আবেদন করি। কিন্তু শেভরণ কোন পদক্ষেপ না নেয়ায় আমরা ২০২২ সালের মে মাসে ঢাকা শ্রম আদালতের দ্বারস্ত হই। আদালত শেভরন ও নিয়োগকারী ঠিকাদার প্রতিষ্ঠানকে এই মামলা চলাকালীন সময়ে ২২ শ্রমিকের কোনো শ্রমিককে চাকুরিচ্যুৎ করা যাবে না বলে নির্দেশনা দেন। আদালতের এমন নির্দেশ থাকা সত্বেও গত ১৩ জুন ২০২৩ইং তারিখে আমাদের ২২জনকে চাকুরিচ্যুত করা হয়।

একজন কর্মচারীর আয়ের উপর চলে ৮/১০জন মানুষের জীবন

এভাবে হঠাৎ করে আমাদের কর্মজীবন অবসান হওয়ায় এই দ্রব্যমুল্যের বাজারে আমরা পরিবার পরিজন নিয়ে দুর্বিপাকে পড়েছি। নানা মূখী কষ্টে দিন যাপন করছি। আমাদের একেকজনের আয়ের উপর ৮/১০ জন পরিবারের মানুষ নির্ভরশীল। সন্তানদের পড়ালেখা বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। এনিয়ে আমরা ২২ জন কর্মচারী সম্মিলিত স্বাক্ষরে বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা প্রশাসক মৌলভীবাজার গ্যাস প্লান্ট এর সুপারিনটেন্ডেট, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, শ্রীমঙ্গল রেব ক্যাম্প ইনচার্জ কে প্রতিকার চেয়ে পৃথক পৃথক ভাবে পত্র দিয়ে অবহিত করেছি। কিন্তু এ পর্যন্ত কোন পক্ষ থেকে কোন সাড়া পাইনি।

এ অবস্থায় আমরা সন্তানদের অনিশ্চিত ভবিষ্যত ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তারা এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।

সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলস্থ কালাপুর গ্যাস প্লান্টের চাকুরিচ্যুৎ ২২ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT