মুক্তকথা সংবাদকক্ষ।। খুব সখকরে নতুন বিছানা কিনেছিলেন। স্বামী সোহাগের পাশাপাশি নিরুপদ্রব শান্তিময় নিশীত নিদ্রায় সুখভোগ করবেন। কিন্তু কপাল মন্দ ক্লেয়ার বুশবি’র। নিদ্রাতো দূরে থাক স্বামী সোহাগে লিপ্ত হতে গিয়ে অবশেষে বিছানা থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড জখম হয়ে এখন হুইল চেয়ারের আশ্রয়ে আছেন।
বিবিসি আজ এ খবর প্রকাশ করেছে। ৪৬ বছর বয়সের ক্লেয়ার বুশবি লণ্ডনের বার্কশায়ারের মেইডেন হেড এলাকার বাসিন্ধা। খুব পছন্দ করে “বার্কশায়ার বেড কোম্পানী” থেকে বড় বিছানা কিনেছিলেন। এক রাতে স্বামীর সাথে যৌণক্রিয়া করতে গিয়ে কিভাবে বিছানা থেকে মাথা নিচের দিকে দিয়ে পড়ে যান। ফলে মেরুদণ্ডে মারত্মক আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার অনাকাঙ্কিত আকস্মিকতায় যন্ত্রণাকাতর বুশবি আদালতে গিয়ে “বেড কোম্পানী”র বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আরজিতে তিনি বলেন, ২০১৩ সালের আগষ্ট মাসে কোম্পানীর বিছানা যখন তিনি গ্রহন করেন সে সময় কোম্পানীর মানুষ তার বিছানা সঠিকভাবে লাগায়নি। এর ফলেই তার এ দূর্ঘটনা ঘটেছে।
কিন্তু দীর্ঘ বছর শেষে আদালত তার মামলাকে খারিজ করে দিয়ে বলেছেন যে কোম্পানীর বিছানার কোন ত্রুটি নেই কিংবা বিছানা সংযোজন কাজেও কোন ত্রুটি হয়নি। এমএস বুশবি’র এ ঘটনা নিছক দূর্ঘটনা এবং এ দূর্ঘটনার কারণ বিছানা নয় বরং বিছানার উপর তাদের উভয়ের অস্বাভাবিক নমুনার অবস্থান ও নড়াচড়া। সংবাদ সূত্র: বিবিসি