1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আইন মন্ত্রণালয়ের ১ জুলাই'২৫এর আইন সংস্কারের অধ্যাদেশ ৩৫এর সংস্কারের প্রতিবাদ - মুক্তকথা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

আইন মন্ত্রণালয়ের ১ জুলাই’২৫এর আইন সংস্কারের অধ্যাদেশ ৩৫এর সংস্কারের প্রতিবাদ

বিশ্বজিত নন্দী ও এডভোকেট মিজানুর রহমান টিপু॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪১ পড়া হয়েছে
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে ২৬জন আইনজীবী নিজেদের স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে অতি সম্প্রতি বিগত ১ জুলাই ২০২৫ইং তারিখে ‘বাধ্যতামূলক মধ্যস্থতা সংক্রান্ত আইনী সংশোধনী’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের সে প্রতিবাদ লিপিখানা নিচে হুবহু তুলে দেয়া হলো।

“আইন মন্ত্রণালয় কর্তৃক অতি সাম্প্রতিক কালে অধ্যাদেশ নং ৩৫, ১লা জুলাই ২০২৫ ইংরেজি দ্বারা আইন সংস্কারের নামে কতেক মামলার ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদানের নামে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদনপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতা সংক্রান্ত সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ লিপি প্রসঙ্গেঃ-

“আমরা নিম্ন স্বাক্ষরকারী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যভুক্ত আইনজীবীগণ অতিসাম্প্রতিক কালে আইন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত অধ্যাদেশ নং ৩৫, ১লা জুলাই ২০২৫ ইংরেজি তারিখে প্রকাশিত বিচার প্রার্থী জনগনের আইনগত সহায়তা সেবার নামে কতেক সিডিউলভুক্ত আইন প্রয়োগের ক্ষেত্রে জেলার লিগ্যাল এইড অফিসে আবেদন পূর্বক বাধ্যতামুলক মধ্যস্থতা করার নামে বিচার প্রার্থী জনগনের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অধিক দীর্ঘসূত্রিতা ও আইন অঙ্গণে নানান জটিল পরিস্থিতি সৃষ্টি করিবে মর্মে গভীর উদ্বেগ প্রকাশ করিতেছি।”

“আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করিতেছি যে, এইরূপ নেতিবাচক সংস্কার, আইন অঙ্গণে মামলার জট না কমাইয়া বরং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বিচারপ্রার্থী জনগনের নতুনকল্পে দূর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি করিবে এবং আইন অঙ্গণে বিদ্যমান ব্যবস্থা ভাঙ্গিয়া পড়িয়া জনজীবন ও সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব সৃষ্টি করিবে। উক্তরূপ সংস্কার জনজীবনে নতুনকল্পে আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিচারপ্রার্থী জনগনের দূর্ভোগও ভোগান্তি সৃষ্টি করত: অযথা অধিক দীর্ঘসূত্রিতা এবং নানান জটিল পরিস্থিতি তৈরী করিবে।”

“আমরা নিম্নস্বাক্ষরকারী আইনজীবীগণ আইন সংস্কারের ক্ষেত্রে অংশীজন হওয়া সত্বেও আইনজীবী সমাজের সহিত কোন প্রকার মতবিনিময় ও আলোচনা ছাড়া আমলাতান্ত্রিক মস্তিষ্কপ্রসূত এহেন আইনি সংস্কার ও পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে “আইন সংস্কার” এর নামে কথিত অধ্যাদেশটি বাতিলপূর্বক বিচারপ্রার্থী জনগনের দ্রুত ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে ভৌত অবকাঠামো ও পৃথক আইন সচিবালয় গড়িয়া তোলার দিকে মনোনিবেশ করিতে সরকারের প্রতি উদাত্ত আহবান ও দাবী জানাইতেছি।”

“স্বাক্ষরকারী আইনজীবীগণ: কামাল উদ্দিন আহমেদ চৌধুরী (অ্যাডভোকেট), পীযুষ কান্তি সেন (অ্যাডভোকেট), মিজানুর রহমান টিপু (অ্যাডভোকেট), মো. মগনু মিয়া (অ্যাডভোকেট), মাহবুবুল আলম রুহেল (অ্যাডভোকেট), বাসুদেব ভট্টাচার্য (অ্যাডভোকেট), বিধান চন্দ্র ভট্টাচার্য (অ্যাডভোকেট), ইশরাত জাহান (অ্যাডভোকেট), ভূষনজিৎ চৌধুরী (অ্যাডভোকেট), এ কে এম মুস্তাফিজুর রহমান চৌধুরী টিটু (অ্যাডভোকেট), আব্দুল মুনিম (অ্যাডভোকেট), বিশ্বজিৎ ঘোষ (অ্যাডভোকেট), আশফাক আহমেদ অনিক (অ্যাডভোকেট), প্রসেন চন্দ্র দত্ত (অ্যাডভোকেট), অমিতাভ ঘোষ (অ্যাডভোকেট), আহসান হাবিব ফাহাদ (অ্যাডভোকেট), নাজমুল হোসেন বুলবুল (অ্যাডভোকেট), অনিরুদ্ধ চক্রবর্তী (অ্যাডভোকেট), মো. আব্দুস সামাদ (অ্যাডভোকেট), মো. নুরুজ আলী (অ্যাডভোকেট), তাহমিনা আক্তার জাহান (অ্যাডভোকেট), রেজাউল করিম পারভেজ (অ্যাডভোকেট), মো. সাইদুর রহমান (অ্যাডভোকেট), সুধাময় রায় (অ্যাডভোকেট), মেঘল দাশ (অ্যাডভোকেট), সুনীল কুমার দাস (অ্যাডভোকেট) প্রমুখ আইনজীবীবৃন্দ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT