1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপবাসব্রত পালন উপলক্ষে শতপরিবারে নগদ অর্থ বিতরণ - মুক্তকথা
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

উপবাসব্রত পালন উপলক্ষে শতপরিবারে নগদ অর্থ বিতরণ

রাজন আহমদ
  • প্রকাশকাল : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৬ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের পক্ষ থেকে আরবি রমজান মাসে মাসব্যাপি পবিত্র উপবাসব্রত(রোজা) পালন উপলক্ষে ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত ১ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান কক্ষে পাড়াশিমইল গ্রামের আলহাজ্ব জরিফ মিয়ার সভাপতিত্বে এবং সাকিল আহমদের পরিচালনায় ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মাও. গোলাম হোসেন, আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং স্বদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাজন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক খয়েজ আহমদ, ফজলু মিয়া, সোয়া মিয়া, আব্দিন মিয়া, রাকিম মিয়া এবং মুহিত মিয়া প্রমুখ।

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ বলেন, আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের সামর্থ অনুযায়ী দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করি। আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিশেষে বানেশ্রী জামে মসজিদের ইমাম হাফিজ হুমায়ুন আহমদ দেশ-বিদেশসহ সকল মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT