1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন

‘উবার’ মাত্র ৪ মাসের গাড়ী চালানোর লাইসেন্স পেলো

সাংবাদিকের নাম
  • প্রকাশকাল : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ১৬৫ পড়া হয়েছে

মুক্তকথা, লন্ডন: উবার! নতুন আঙ্গিকের ‌ওয়েব ভিত্তিক এক টেক্সি কোম্পানীর নাম। তাদের বাস্তবিক কোন এলাকায় অবস্থিত কোন ঘরোয়া অফিস নেই। সম্পূর্ণভাবে ‌ওয়েব সাইট দিয়ে পরিচালিত এই যোগাযোগ সেবা কোম্পানী বেশ কিছু কাল ধরে লন্ডনে সড়ক যোগাযোগসেবা চালিয়ে আসছে। যেহেতু কোন অফিসের প্রয়োজন নেই তাই ভাড়ার খরচ বাজারে চালু অন্যান্য কেবের তুলনায় অনেক কম। ‘উবার’এ চড়তে গিয়ে বিভিন্ন যাত্রী ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সন্মুখীন হয়েছিলেন এমন খবর‌ও আছে। ‘উবার’এর যাত্রী সেবা, গাড়ী পরিচালনা নিয়ে লন্ডন ভিত্তিক ক্যাব কোম্পানী ‘ব্ল্যাক ক্যাব ড্রাইভারস এন্ড ইউনিয়নস’এর যথেষ্ট অভিযোগ আছে। তাদের দাবী ‘উবার’কে তাদের কর্মপদ্বতি ‌ও পরিচালনার কারণে লাইসেন্স দেয়া যায় না। আর ‘ট্রেন্সপর্ট ফর লন্ডন’ তাদের ৪মাসের লাইসেন্স অনুমোদন করার পর এই বিতর্কের সূচনা হয়েছে। প্রয়োজনে তারা আইনী লড়াই করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে উবার-এর ভাড়া আনুপাতিক হারে খুবই কম। যে ভাড়ার অনুপাতের সাথে লন্ডনের ক্যাব কোম্পানীগুলো ব্যবসায়িক দিক থেকে পেড়ে উঠার কথা নয়।
২০১২ সাল থেকে ‘উবার’ লন্ডনে যাত্রী পরিবহনের ‘প্রাইভেট হায়ার লাইসেন্স’এর অধীনে যাত্রী পরিবহনের কাজ চালিয়ে আসছিল। চলতি ৩০ মে তাদের পুরানো লাইসেন্সের মেয়াদ শেষ হবার কথা। ‘ব্ল্যাক ক্যাব ড্রাইভারস’ টিএফএল কর্তৃক নতুন করে বর্ধিত ৪ মাসের লাইসেন্সদানকে ‘কাপুরুষের কাজ’ বলে অভিহিত করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT