1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গ্রাম আদালতের মহামূল্যবান নথি বা আইনী কাগজাত হস্তান্তর - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

গ্রাম আদালতের মহামূল্যবান নথি বা আইনী কাগজাত হস্তান্তর

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৬৪৯ পড়া হয়েছে

আদালতে বিচারের ব্যবহার্য্য বিভিন্ন ফরম ও রেজিস্টার হস্তান্তর:

গ্রাম আদালতের প্রতি ইউপি চেয়ারম্যানদের দায়িত্বশীল হতে হবে

– ইউএনও শিরিন আক্তার

বিশেষ বার্তাপরিবেশক।। আজ ১৩ জুন ২০১৯ চাঁদুপরের শাহরাস্তি উপজেলার মোট ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের কাছে আনুষ্ঠানিকভাবে গ্রাম আদালতে ব্যবহৃত মোট ২১ ধরণের সরকারী ফরম ও রেজিস্টার হস্তান্তর করা হয়েছে। ফরম হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার(ভূমি) হাবীবা আক্তার মীরা, উপজেলার বিভিন্ন লাইন-ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ সহ ৯জন ইউপি চেয়ারম্যান। উল্লেখ্য যে, চাঁদপুরের শাহরাস্তি সহ কচুয়া, ফরিদগন্জ, মতলব-উত্তর ও মতলব-দক্ষিণ উপজেলার মোট ৪৪টি ইউনিয়নে গ্রাম আদালতে ব্যবহৃত এই ফরম ও রেজিস্টার প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সরকার প্রচুর অর্থ ব্যায় করে গ্রাম আদালতে ব্যবহার করার জন্য এই মূল্যবান ফরম ও রেজিস্টার ছেপেছেন। এগুলো গুরুত্ব সহকারে ও যথযথভাবে প্রতিটি গ্রাম আদালতে ব্যবহার করতে হবে। এই ফরমগুলো শুধুই ফরম নয় বরং এগুলো আদালতের এক একটি নথি। তাই এগুলো ব্যবহার করার পর অতি যত্নে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করতে হবে। যে কোন সময় মামলার পক্ষদ্বয় এগুলো দেখতে চাইতে পারে। শুধু তাই নয়, উচ্চ আদালত হতেও এগুলো তলব হতে পারে। তাই প্রতিটি ক্ষেত্রে গ্রাম আদালতের প্রতি সকল ইউপি চেয়ারম্যানদের দায়িত্বশীল হতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী বলেন, গ্রাম আদালত বর্তমান সরকারের একটি যুগান্তকরী পদক্ষেপ। এর সুফল ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য গোটা ইউনিয়ন পরিষদের সদস্যদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে সরকারের প্রতিটি উদ্যোগ সফল করতে হবে। তিনি আরো বলেন, গ্রাম আদালত সক্রিয় ও কার্যকর করতে পারলে এলাকার বহু ছোট-খাট দ্বন্দ্ব-বিরোধ স্থানীয়ভাবেই আইনি প্রক্রিয়ায় নিস্পত্তি করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে, গ্রাম আদালত দেশের প্রচলিত বিচার-ব্যবস্থারই অংশ। তাই এর প্রতি মানুষের আস্থা স্থাপন গ্রহনযোগ্যতা বাড়াতে ইউপি চেয়ারম্যানগণকে নিয়মিতভাবে গ্রাম আদালতের শুনানী করে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা-উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, টামটা-দক্ষিণের চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূইয়া, রায়শ্রী-উত্তরের চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী, রায়শ্রী-দক্ষিণের চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সূচিপাড়া-উত্তরের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া-দক্ষিণের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, চিতৌষী-পূর্বর চেয়ারম্যান আবু ইউসুফ পাটওয়ারী, চিতৌষী-পশ্চিমের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির ও মেহের-উত্তরের চেয়ারম্যান মোঃ মনির হোসেন সহ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাষ্টের উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার।
উল্লেখ্য যে, স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তির জন্যই বাংলাদেশ সরকার ২০০৬ সালে আইন করে প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত স্থাপন করেছেন। তাই গ্রাম আদালতকে সক্রিয় ও যথাযথভাবে কার্যকর করতে পারলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবেন। এছাড়াও উচ্চতর আদালতে মামলার অস্বাভাবিক চাপ বহুলাংশে হ্রাস পাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT