1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয়ভাবে জনসেবা(পাবলিক সার্ভিস) দিবস ও ইসকস-এর কমিটি গঠন - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

জাতীয়ভাবে জনসেবা(পাবলিক সার্ভিস) দিবস ও ইসকস-এর কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫১৫ পড়া হয়েছে

মৌলভীবাজারে জাতীয় জনসেবা(পাবলিক সার্ভিস) দিবস পালিত

মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”।
দিবসটি উপলক্ষে রোববার কালেক্টরেট কার্যালয় থেকে একটি আনন্দযাত্রা বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আনন্দযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি ডক্টর উর্মি বিনতে সালাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত ডিসি(শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত ডিসি(রাজস্ব) আব্দুল হক। এছাড়াও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। জনগণকে সেবা প্রদান করতে ডিসি কার্যালয়ে আলাদা একটি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়।

সভাপতি আলমগীর হোসেন সম্পাদক আলী রাব্বি রতন

 

ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন

 

 

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থা (ইসকস) এর ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আলমগীর হোসেনকে সভাপতি ও আলী রাব্বি রতনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার রায়পুর সিএনজি স্ট্যান্ডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠিত হয়।

সংস্থার উপদেষ্টা মাও. গোলাম হোসেনের নেতৃত্বে নির্বাচন পরিচালনায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী, জালাল উদ্দীন খান, মুহিবুর রহমান খান এবং মাও. এম ফয়জুল ইসলাম।

পরে উপস্থিত সকলের সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম খসরু, সাবেক সহ সমাজকল্যাণ সম্পাদক দুলাল আহমদ এবং বানোশ্রী গ্রামের মো. মখলু মিয়া।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি আহমদুর রহমান খান, রাজন আহমদ, আব্দুল কাদির রিপন, যুগ্ম সম্পাদক মো. সাজু মিয়া, কোষাধ্যক্ষ আবু বকর কয়েছ, সহ কোষাধ্যক্ষ মুর্শেদ খান রাফি, অফিস সম্পাদক সজিবুর রহমান, সহ অফিস সম্পাদক ইমরান হুসেন, প্রশিক্ষণ সম্পাদক মিনহাজুল ইসলাম মাছুম, সহ প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, তারেক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সাহেদ আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ, প্রচার সম্পাদক আলী নেওয়াজ সুমন, সহ প্রচার সম্পাদক ময়নুল ইসলাম রাব্বি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জুনেদ আহমদ, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক বায়জীদ আহমদ তানভীর, পাঠাগার সম্পাদক শিমুল চৌধুরী, সহ পাঠাগার সম্পাদক রেজাউল করিম মিছবাহ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমদ, ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান মুমিন, সহ ক্রীড়া সম্পাদক মাছুম আহমদ, নির্বাহী সদস্য মোছাব্বির আহমদ, ফরহাদ, আরশাদ আহমদ এবং সাকিব খান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT