1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জীবনের অপারে পাড়ি জমালেন শামসুজ্জামান শিবলু - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

জীবনের অপারে পাড়ি জমালেন শামসুজ্জামান শিবলু

মুক্তকথা প্রতিবেদন॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৪৮ পড়া হয়েছে

শামসুজ্জামান শিবলু। মৌলভীবাজার সদরের ৮নং কনকপুর ইউনিয়নের মুন্সিবাড়ীর সদাহাসির মৃণ্ময় মানুষ। জীবনের গোধূলী লগ্নে এসে সবেমাত্র ৬২তে পা দিয়েছিলেন। চলে গেলেন জীবনের অপারে খুবই অসময়ে(ইন্না…রাজেউন)। গত ২৮ জানুয়ারী, বৃহস্পতিবার, ভোর রাত ১২.২৮মিনিটে লণ্ডনের ক্যামব্রীজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোণা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ৩ভাইসহ বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। কোমল স্বভাবের সদা হাসির এ মানুষটি ছিলেন নিতান্তই নিরীহধর্মী বন্ধুসজ্জ্বন। সতত হাসির রেখা ফুটে থাকতো সারা মুখ জুড়ে।
শামসুজ্জামান শিবলু ১৯৮০সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এম.এ. পাশ করে আমেরিকা চলে যান। সেখানে একাধারে ১৮বছর থেকে লিখা-পড়া ও চাকুরীর পরে লণ্ডনে চলে আসেন স্থায়ীভাবে। সেই থেকে তিনি লণ্ডনেই বসবাস করছিলেন। মুক্তমনের সদাহাসির শামসুজ্জামানের বড়ভাই প্রথম শ্রেণীর চুক্তিকারক প্রয়াত খসরুজ্জামান ছিলেন ঢাকা গুলশানের বাসীন্দা একজন সচেতন মনের ধর্মপ্রাণ খাঁটী সমাজসেবক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT