1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন রাজনগরে কৃষকদের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সমাবেশ মৌলভীবাজারে বাল্য বিবাহ নিরোধ আইন সর্ম্পকে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ‘‘ দুর্নীতিকে না বলুন’’ এই শ্লোগান নিয়ে ইউনিয়ন পর্যায়ে শ্রীমঙ্গল দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা সম্পন্ন লাউয়াছড়া বনে আগুন দিল দূর্বৃত্তরা! কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ মৌলভীবাজারে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবলে ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন পাথারিয়া বনে আগুন

জেলায় কৃষিঋণ পেলো ১,৮৪০ জন কৃষক। ঋণ পেয়ে বোরো চাষাবাদে আগ্রহী কৃষকরা

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৯ পড়া হয়েছে

হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর সহ ছোট বড় ৮টি হাওর রয়েছে। জেলার সিংহ ভাগ মানুষ হাওরের এক ফশলী বোরো ধানের উপর নির্ভরশীল। বিশেষ করে হাওর পারের লোকজন বোরো চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেন। এটাই হাওর অঞ্চলের কৃষকদের আয়ের একমাত্র উৎস।

এদিকে দেশের চলমান অর্থনীতিক সংকটে হাওর অঞ্চলের কৃষকরা কষ্টে দিননিপাত করছেন। পরিবারের প্রয়োজনীয় খরচ চালানোর পরে অর্থের অভাবে উৎপাদনশীল উদ্যোগ হাতে নিতে পারছেন না। আবার কেউ কেউ দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে সম্বল হারিয়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি ব্যাংক গুলো কৃষকদের পাশে দাঁড়ানোয়ে কিছুটা স্বস্থি পেয়েছেন কৃষকরা।

ব্যাংক সূত্রে জানা যায়, অর্থ বছরে হাওরে বোরো চাষাবাদের জন্য কৃষকদের মধ্যে জেলায় সোনালী ব্যাংক ১৬টি শাখার মাধ্যমে ৬ কোটি ২৫ লক্ষ টাকা ও কৃষি ব্যাংক ১৫টি শাখার মাধ্যমে ২১ কোটি ৫৫ লক্ষ টাকা ১ হাজার ৮ শত ৪০ জন কৃষকের মধ্যে ঋণ বিতরণ করেছে। তবে এ পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেকটা কম।

মৌলভীবাজার সদর উপজেলার কৃষক আনছার আহমদ ও শ্রী দীপেস চন্দ্র সহ একাধিক কৃষক বলেন, কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা বোরো চাষাবাদ করতে পারছি। ব্যাংক থেকে টাকা নেয়ার কারণে অন্যের কাছ থেকে ধার-দেনা করতে হয়নি। অন্যতায় আমাদের দাদন ব্যবসায়ীদের ধারস্থ হতে হতো।

সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার দোলন কান্তি চক্রবর্তী বলেন, জেলায় সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেয়া হচ্ছে। কৃষি ব্যাংক মৌলভীবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, এবার ১ হাজার ৮শত ৪০ জন কৃষকের মধ্যে রোরো উৎপাদনে ২১ কোটি ৫৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। প্রকৃত কৃষকরা ঋণ নিতে আসলে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে না।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT