1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা নাট্য পরিষদ(জেনাপ), মৌলভীবাজারের কমিটি ঘোষণা - মুক্তকথা
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

জেলা নাট্য পরিষদ(জেনাপ), মৌলভীবাজারের কমিটি ঘোষণা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৬২৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। জেলা নাট্য পরিষদ(জেনাপ) মৌলভীবাজারের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেনাপ, মৌলভীবাজারের পূর্ণাঙ্গ স্টিয়ারিং কমিটিও ঘোষনা করা হয়। মৌলভীবাজার চৌমোহনার দিল্লী রেস্টুরেন্টে ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার জেনাপ এর সভায় দু’বছর মেয়াদি ঘোষনা করা ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন দৃষ্টিপাত থিয়েটারের সভাপতি আব্দুল মতিন। জেষ্ঠ্য সহ-সভাপতি হয়েছেন বাধন থিয়েটারের সভাপতি রুহেল আহমদ চৌধুরী, সহ সভাপতি হয়েছেন বড়লেখার তারুন্য নাট্যগোষ্ঠীর সভাপতি বদরুল ইসলাম মনু ও শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
সাধারণ সম্পাদক হয়েছেন মনু থিয়েটারের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। এছাড়া যুগ্ন সম্পাদক হয়েছেন প্রিয়তোষ রন্জন পাল(প্রত্যাশা থিয়েটার) এবং মোঃ শফিকুল ইসলাম টিপু(ফ্রেন্ডস থিয়েটার, কাজিরবাজার)। সাংগঠনিক সম্পাদক গোবিন্দ রায় সুমন(উচ্ছ্বাস থিয়েটার, শ্রীমঙ্গল), দপ্তর সম্পাদক মুহিনুর রহমান(কলেজ থিয়েটার, মৌ সঃ কঃ), অর্থ সম্পাদক মোঃ মশিউর রহমান জসীম(নবীন সংঘ থিয়েটার), প্রচার সম্পাদক রিয়াজুল করিম নয়ন(শাহবন্দর যুব সংস্থা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন মীর লিয়াকত আলী(নাট্য ব্যক্তিত্ব), এড. আব্দুল মুনীম(মৌচাক নাট্য সংস্থা, শমসেরনগর), অজয় সেন(জীবনচক্র থিয়েটার), যাদব গুপ্ত চৌধুরী(শুভেচ্ছা থিয়েটার), শ্যামলী সিনহা(মনিপুরী থিয়েটার, কমলগন্জ), নির্বেন্দু নির্ধুত(কৃষ্টি), হিমাংশু নাহা হিমু(সপ্তস্বর নাট্য দল), আজিজুর রহমান সোহেল(সবুজ বাংলা থিয়েটার), দুরুধ আহমেদ(বাংলার নাট্যলোক), রায়হান আহমদ বাবলু(ফ্রেন্ডস সোসাইটি)।
জেনাপ, মৌলভীবাজারের ৭ সদস্যের স্টিয়ারিং কমিটিতে রয়েছেন সর্ব জনাব খালেদ চৌধুরী(নাট্য ব্যক্তিত্ব), আব্দুল মোহিত টুটু(নাট্য ব্যক্তিত্ব), আব্দুল মতিন(সভাপতি, জেনাপ), স.ব.ম. দানিয়াল(নাট্য ব্যক্তিত্ব), আ.স.ম. ছালেহ সোহেল(নাট্য ব্যক্তিত্ব), আনোয়ার হোসেন দুলাল(নাট্য ব্যক্তিত্ব), কয়ছর আহমদ(সাধারণ সম্পাদক, জেনাপ)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT