1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দু’বছর আগের একটি মিথ্যা প্রচারণাকে আবারো বাজারে নিয়ে এসেছে ফেইচবুকের ব্যবহার - মুক্তকথা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

দু’বছর আগের একটি মিথ্যা প্রচারণাকে আবারো বাজারে নিয়ে এসেছে ফেইচবুকের ব্যবহার

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৫৬৭ পড়া হয়েছে

ফেইচবুক ম্যাসেজের মাধ্যমে আজই পেলাম চাঞ্চল্যকর আবিষ্কারের এক খবর। শুধু চাঞ্চল্যকর নয়, যদি খবরটি সত্য হতো তা’হলে এটি হতো বিশ্বের সবচেয়ে বিষ্ময়কর আবিষ্কারের ঘটনা। আমারই একসময়ের রাজনৈতিক এক সহযোগী খবরটি পাঠিয়েছেন। 
দু’টি কারণে খবরটির সত্যতার বিষয়ে আমার একটু সন্দেহ হয়েছে আর এ কারণেই আজকের এ লিখা। প্রথমতঃ যিনি পাঠিয়েছেন, তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তাতেই যেকোন জনের মনে সন্দেহের জন্ম দেয়া খুবই স্বাভাবিক। তিনি লিখেছেন অথবা তিনি এভাবেই লিখা পেয়ে হুবহু আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। 
সংবাদটিতে অন্যজনের কাছে পাঠানোর সবিনয় অনুরোধ করা হয়েছে। শুধু কি তাই, বলা হল- কোটি কোটি ভারতীয়দের সংবাদটি পৌঁছে দিন। তার পর কোথায় এ জিনিষটি পাওয়া যাবে এবং কোন খরচ লাগবে না একেবারে নিখরচায় পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। 
স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন আসলো, যিনি আমার কাছে খবরটি পাঠালেন তিনি নিতান্তই আমার সুহৃদ এবং একজন সজ্জ্বন। আমার কাছে পাঠিয়েছেন হয়তো এই ভেবে যে আমার কোন কাজে লাগতে পারে। এটি একটি ভূঁয়া প্রচারণা এ বিষয়ে তিনি নিতান্তই অজ্ঞ। কিন্তু কোটি কোটি ভারতীয়দের কাছে পাঠানোর কথাতো তার হতে পারে না। আর তিনি এ লাইনের কোন ব্যবসায়ীও নন। তিনি সম্পূর্ণ ভিন্ন এক ব্যবসার মানুষ। কোটি কোটি ভারতীয়দের কাছে পৌঁছালে তার কি যায় আসে!

এছাড়াও তিনি কি দিয়ে সুনিশ্চিত হলেন যে তার পাঠানো এ সংবাদটি নিখাদ সত্য? অনুমান করে নিলাম বিষয়টি তার দোষ নয়। এটি গড্ডালিকা প্রবাহ। ফেইচবুককে লাইক পাবার জন্য কিছু অসাধু অবুজ মানুষের মিথ্যা প্রচারণা। 
পরক্ষনেই ভাবলাম, এমন মন্তব্য করলেতো সমস্যার পুরো সমাধান হবে না। খুঁজে বের করতে হবে কোথা থেকে এ অপপ্রচারের সূচনা এবং এদের কোন বিশেষ উদ্দেশ্য আছে কি-না। যেই ভাবনা সেই কাজ। ‘ইন্টারনেট’-এ ঠোকা দিতেই পেয়েগেলাম আমার চাহিত বিষয়টি। এটি সম্পূর্ণ ভূয়া একটি মিথ্যা প্রচারণা। 
ভারতের এইচজিসি ক্যান্সার কেয়ারের মাথা ও গলার শল্য চিকিৎসক ডাঃ ভিশাল রাও ‘টাইমস অব ইণ্ডিয়া’য় ২০১৫ সালের ২৭ফেব্রুয়ারীতে এই মিথ্যা প্রচারণার প্রতিবাদ করেছেন।
এ নমুনার মিথ্যা অপপ্রচার বন্ধে একমাত্র ফেইচবুক কোন পদক্ষেপ নিতে পারে। বিষয়গুলি নিয়ে ফেইচবুক নিশ্চয়ই ভাববেন বলেই আমাদের বিশ্বাস।

সংবাদটির ভাষার বঙ্গানুবাদ হলো এমন-
‘অতীব জরুরী এবং গুরুত্বপূর্ণ সংবাদ’। এভিবিএল এখন পোনায়। আমি যেভাবে আপনার কাছে পাঠালাম ঠিক অনুরূপভাবে গুরুত্বপূর্ণ এ সংবাদটি পাঠ করে এক্ষুনি অন্যের কাছে পাঠিয়ে দিন।’
সুপ্রিয় বন্ধুগন,
‘রক্ত কর্কট রোগের’ ঔষধ পাওয়া গেছে!!
আবারো বলছি অনুগ্রহ করে অন্যজনের কাছে না পাঠিয়ে সংবাদটি ফেলে দেবেন না। 
যতজনের কাছে সম্ভব আমি পাঠাচ্ছি। 
কোটি কোটি ভারতীয়দের কাছে এ সংবাদটি পৌঁছে দিন। 
‘ইমিটিনেফ মার্সিলেট’ ঔষধটি ‘রক্ত কর্কটরোগ’(ব্লাড ক্যান্সার) সারিয়ে তোলে।
 এটি নিখরচায় পাওয়া যায় … পুনের এই প্রশিক্ষনাগারে।
মানুষের মাঝে সচেতনতা তৈরী করুন।
অবশ্য এটি কারো সাহায্যে আসবে।
যতজনের কাছে পারেন পাঠান।
দয়া দেখানুতে কোন খরচ লাগে না।

মূল লিখাটি ছিল নিম্নরূপ:-
VERY VERY URGENT AND IMPORTANT NEWS
Avbl in PUNE
Please make it a Point of FORWARDING this IMPORTANT NEWS after READING like I am Doing RIGHT NOW.
My Dear Friends,
Medicine for BLOOD CANCER has been FOUND !!
AGAIN PLEASE DON’T DELETE THIS without FORWARDING.
I am forwarding it to the MAXIMUM I can.
Let it reach the CRORES of INDIANS.
‘IMITINEF MERCILET’ is a MEDICINE which CURES Blood cancer.
Its available FREE OF COST at “YASHODHA Hematology Cancer Institute in Pune.
Create Awareness.
It might help someone.
Forward to as many as u can.
KINDNESS costs NOTHING.

হারুনূর রশীদ
লণ্ডন, ২৮শে মে ২০১৮সাল

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT