1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নববর্ষ আর বর্ষবিদায় পালনের পাশাপাশি হত্যার বিচার চেয়ে মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

নববর্ষ আর বর্ষবিদায় পালনের পাশাপাশি হত্যার বিচার চেয়ে মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৬০৩ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব পালিত হলো। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গীতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে শহীদমিনার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাঙ্গালী সাজের জামাকাপড় পড়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় শত শত নারী-পুরুষ। শেষে বর্ষবরণ মঞ্চে এসে শুভেচ্ছা জানান সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, সিআইপি এম এ রহিম প্রমুখ। নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান পালন করেছে।

“বাংলার উৎসব উদযাপন পরিষদ” পালন করে বর্ষবিদায়

অন্যদিকে “বাংলার উৎসব উদযাপন পরিষদ” মৌলভীবাজার প্রেসক্লাব সংলগ্নে আয়োজন করে বর্ষবিদায়ের। বর্ষবিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মরমী লোকগানের শিল্পী ও পুঁথিপাঠক ইউসুফ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজারের আহবায়ক আব্দুল হাফিজ চৌধুরী ইমু। সংস্কৃতিককর্মী হেলাল আহমদের সঞ্চালনায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন লোকগবেষক মাহফুজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক ছাত্রনেতা আফজল খান, সাংস্কৃতিক সংগঠক শিলা তালুকদার, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথকভাবে সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করে বিভিন্ন সংগঠন।

মৌলভীবাজারে আলোচিত ব্যবসায়ী রিপন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

মৌলভীবাজারে আলোচিত ব্যবসায়ী রিপন হত্যার বিচার চেয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়ে গেল রোববার সকালে। “সম্মিলিত সচেতন নাগরিক সমাজের” ব্যানারে প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্টিত হয়। সম্মিলিত সচেতন নাগরিক সমাজের অন্যতম সদস্য নোমান খানের সভাপতিত্বে এবং শফিউর রহমান হারুনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫নং আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সুহেল, এমদাদুর রহমান রেনু, বেলাল হোসেন, বুলবুল আহমদ মুরাদ, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মছব্বির, ইউ পি সদস্য আল আমিন মিয়া, মাওলানা লোকমান খান নবীন, মঞ্জুর আখন্দ, লেবু মিয়া, আমরু আলী, মুজিবুর রহমান জসনু, সিপন আখন্দ ও নিহত রিপনের পিতা কাছন মিয়া। মানববন্ধনে বক্তারা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে অবশিষ্ট আসামীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
উল্যেখ্য গত ১ এপ্রিল গভীর রাতে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পাগুড়িয়া গ্রামের কাছন মিয়ার ছেলে রিপন মিয়াকে তার টিন সেডের মুদির দোকানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরবর্তীতে রিপনের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও খুনিদের সনাক্ত করে ঘটনার সাথে জড়িত থাকা একই এলাকার আবেদ আহমদ(২৫) জাহেদ আহমদ আলাল(২৮) ও মিনহাজ মিয়া(২৯) কে গ্রেফতার করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT