রুহেল আহমদ।। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সময়ের প্রানচঞ্চল নাটুকে আব্দুল বাছিত। তিনি শাহবন্দর পতন জমাদার বাড়ীর আব্দুল বাছিত বলেই অনেকের কাছে পরিচিত ছিলেন। সদা হাসি-খুশী মেজাজের আব্দুল বাসিত স্বাধীনতা পরবর্তী সময়ে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকুরী নিয়ে সেই যে বাড়ী ছেড়েছিলেন আর ঘরে ফিরতে পারেননি। তিনি ডি,জি,এফ,আই-এর উপসহকারী পরিচালক হিসেবে অবসরে যান। দায়ীত্ব আর কাজের তাগিদে দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন ঘড়ে ফেরার সময়ই পাননি। একেবারে অবসর নিয়ে ২০১২সালে বাড়ী ফিরেন। ঘর আর মসজিদ এ দু’টোই ছিল তার শেষ ঠিকানা।
ছাত্রজীবনে আব্দুল বাছিত। ছবি: মুক্তকথা | জীবন সায়াহ্নে আব্দুল বাছিত। ছবি: মুক্তকথা |
গত ২৯শে নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৪:৫০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। মৃত্যুকালে বাছিতের বয়স হয়েছিল ৭০বছর।
তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মুসল্লির উপস্থিতিতে গত শনিবার ৩০ নভেম্বর তারিখে তার নিজ বাসভবনে জানাযা নামাজ অনুষ্টিত হয়। মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তালিকাভুক্ত হতে পারেননি বলে জানা গেছে।