1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পলাতক তিন আসামী গ্রেফতার - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন

পলাতক তিন আসামী গ্রেফতার

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৮ পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিআর এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল মামলার পরওয়ানাভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ ।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রাম থেকে ও আদমপুর ইউনিয়নের আধকানি গ্রাম থেকে এসআই অনীক বড়–য়ার নেতৃত্বে পুলিশের একটি দল আসামীদের গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সিআর মামলা ২৩৪/২০-এর পরওয়ানাভুক্ত আসামী আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের রেজান মিয়ার ছেলে শেখ মো. নুরুল ইসলাম ও সিআর মামলা নং ৫২/২০ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মামলার আসামী কমলগঞ্জ সদর ইউনিয়নের সরই বাড়ি গ্রামের আহাদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও একই গ্রামের আহমদ মিয়ার ছেলে মো. হায়দর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনীক বড়–য়াএ এসআই সুষেন দাশ ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশি অভিযানে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এসআই অনীক বড়ুয়া তিন আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT