1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পাওয়া গেলো এক বৃদ্ধের গলিত মরদেহ তার দু'দিন আগে অপহরণ হলেন মাদ্রাসা ছাত্র - মুক্তকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

পাওয়া গেলো এক বৃদ্ধের গলিত মরদেহ তার দু’দিন আগে অপহরণ হলেন মাদ্রাসা ছাত্র

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩২৯ পড়া হয়েছে

কমলগঞ্জে বিমান বাহিনী ইউনিট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের

গলিত লাশ পাওয়া গেলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা আব্দুল হান্নানের(৬০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার ছেলে শামীম মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সোমবার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার আকাশমনি গাছের বাগান থেকে গলিত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি(তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

র‍্যাব পরিচয়ে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ, থানায় জিডি

 

আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ওলিউর রহমান(২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে মারধোরের পর অপহরণের অভিযোগ উঠেছে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের আরজান আলীর ছেলে। এঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪অক্টোবর শনিবার বিকাল শমশেরনগর বাজারের ইসলামিক মিশন এলাকায়।

ওলিউরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন আগে গ্রামীণ ফোনের টাওয়ার বসানোর কথা বলে ওলিউরের বাড়িতে যান দুই সদস্যের অপরিচিত একটি দল। পরবর্তীতে ১৪অক্টোবর শনিবার সকালে ওই দুই ব্যক্তি তার বাড়িতে গিয়ে ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ওলিউর রহমান ও তার চাচাতো ভাই মাওলানা হাবিবুর রহমানকে নিয়ে আসতে চাইলে তারা আসেনি। পরে শমশেরনগর বাজারে এসে দেখা করবে।

এরপর শনিবার বিকাল ৩টায় ওলিউরের নাম্বারে ফোন করে শমশেরনগর-কুলাউড়া সড়কের ইসলামিক মিশন এলাকায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর পরই পাঁচ, ছয় জনের একটি দল তাকে মারধোর করে প্রাইভেট গাড়িতে তুলতে চাইলে ওলিউর ধস্তাধস্তি করে। এই সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিচয় জানতে চাইলে অপহরণকারীরা র‍্যাব পরিচয় দিয়ে পিস্তল দেখিয়ে দ্রুত ওলিউরকে গাড়িতে তুলে দু’টি প্রাইভেট গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর তার পরিবার ও আত্মীয় স্বজন অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এঘটনায় শনিবার দিবাগত রাতেই ওলিউরের বাবা আরজান আলী কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। ওলিউর মৌলভীবাজার কালিয়ারগাঁও মাদ্রাসার টাইটেল উত্তীর্ণ ছাত্র।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ওলিউরের বিষয়ে শ্রীমঙ্গল র‌্যাব অফিসসহ সকল স্থানে খোঁজ নিয়েছি। কেউ তাকে নেয়ার কথা স্বীকার করেননি।

অভিযোগ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশি শর্ম্মা বলেন, জিডির বিষয়ে তদন্ত চলছে। অফিস, কাউন্টার টেররিজম অফিসসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিসে যোগাযোগ করা হয়েছে। কোন তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT