শাহজাহান আহমদ তরপদার।। আজ ৬ সেপ্টেম্বর রোববার ২০২০, করোণা মহামারির বিধিনিষেধ মান্যকরে এক অনাবিল আনন্দঘন পরিবেশে অনুষ্টিত হয়ে গেলো মরহুম ডাঃ আজিজুর রহমান তরফদার রচিত “আঁখিপাতে ঘুম নেই বীর সেনানী” নামক কাব্য গ্রন্থের এক মনোজ্ঞ প্রকাশনা অনুষ্ঠান। লন্ডন, টাওয়ার হ্যামলেট্স-এর একটি রেঁস্তোরায় এই অনুষ্ঠানের আয়োজন হয়। প্রায় ৪০ বছর আগে লিখিত এ ত্রিপদি কাব্য গ্রন্থটি প্রকাশ করেন বৃটেনে বড় হওয়া তার নাতনী বিলকিস রশীদ। প্রয়াত ডাঃ আজিজুর রহমান তরফদার ছিলেন মৌলভীবাজার জেলা সদরের ৬নং একাটুনা ইউনিয়নের একাটুনা গ্রামের মানুষ। পেশায় ছিলেন ‘ভেটেরিনারী চিকিৎসক’। প্রকাশনা অনুষ্ঠানের সভায় ডাঃ আজিজুর রহমানের উপর আলোচনা করেন প্রধান অতিথি কে এম আবু তাহের চৌধুরী, প্রধান বক্তা কবি হান্নান মিয়া, অতিথি বক্তা কবি শেখ মোহাম্মদ জাবেদ আলী, কবি শিহাবুজ্জামান কামাল, কবি আবু সুফিয়ান চৌধুরী, কবি সাদ মিয়া, কবি আমিনুর আকরাম, সাংবাদিক খান জামাল, সাংবাদিক জয়নাল আবেদীন, বাঙ্গালী কমিউনিটি নেতা সৈয়দ মনোহর আলী, অধ্যক্ষ ফকরউদ্দীন চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, হাজী ফারুখ মিয়া, ডাঃ মাহমুদুর রহমান মান্না ও প্রকাশিকা বিলকিস রশীদ। বক্তাগন সকলেই প্রয়াত আজিজুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার কাব্য গ্রন্থকে দক্ষিণ সিলেটের সাহিত্য চর্চ্চার একটি মূল্যবান দলিল বলে প্রশংসা করেন। |