1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফিন্সবারি পার্ক মসজিদ ঘটনায় কেমডেন কাউন্সিলের বিবৃতি - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস পালিত অবৈধ মাটি ও বালি ব্যবসা ভুয়া গুলিবিদ্ধ সেজে আহত তালিকায় নাম লিখিয়ে নেয়া ॥ শিবিরের ইফতার র‍্যাব-৯ এবং কমলগঞ্জ ও বড়লেখা পুলিশ হত্যামামলার ৪ আসামীকে আটক করেছে ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ দেশে ৩৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন, বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ রোগে মৃত্যুবরণ করে। আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা…

ফিন্সবারি পার্ক মসজিদ ঘটনায় কেমডেন কাউন্সিলের বিবৃতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৯৬২ পড়া হয়েছে

লন্ডন: ফিন্সবারি পার্ক মসজিদের নামাজিদের উপর ভেন তুলে দেয়ার মর্মান্তিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে কেমডেন কাউন্সিলের লিডার কাউন্সিলার জর্জিয়া গোল্ড ও সাম্প্রদায়িক ঐক্য, সমতা ও নিরাপত্তার দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলার আবুল হাই এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রতিবেশী কাউন্সিল ইজলিংটনের আহতগন ও নিহতের পরিবারের প্রতি গভীর আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা ঘটনাটিকে নিরীহ লন্ডনবাসীদের উপর ম্যানচেস্টার, ওয়েস্টমিন্সস্টার ও লন্ডনব্রীজ এবং বরোমার্কেটের মত ভয়ঙ্কর আক্রমণ বলে উল্লেখ করেন।  বলেন-“বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে গ্রহন করে নিয়ে যে বহুজাতিক লন্ডনের সমাজ গড়ে উঠেছে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে মূল্যবোধ বহুজাতিক লন্ডনবাসীর মনের গভীরে গড়ে উঠেছে এ আক্রমণ তার বিরুদ্ধে!
কেমডেনে বসবাসরত বৈচিত্রময় সংস্কৃতির সকল মানুষের এখনই সময় এ পৈশাচিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাড়ানো এবং আমাদের দৃঢ় মনোভাব ব্যক্ত করার যে কোনভাবেই আমরা সমাজকে বিভক্তভাবে দেখা কিংবা কাউকে ঘৃণার চোখে দেখার কোন প্রশ্রয় দেবো না।” বলেও তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন।
যারা উপবাসব্রত(রোজা) পালন করছেন তাদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্য কেমডেন কাউন্সিল দ্বারা বাড়তি পুলিশ মোতায়েমেরও প্রতিশ্রুতি দেন বিবৃতিতে।
ক্ষুদ্র কতিপয় লোক এই ঘৃণা ও সন্ত্রাসের কাজ করছে এরা সমাজের কোন ধরনের প্রতিনিধিত্বশীল মানুষ নয় বলে উল্লেখ করে- শংকিত নয় কিন্তু সতর্ক থাকতে তারা বিবৃতিতে উল্লেখ করেন।
কোন ধরনের সন্দেহমুলক কোন আচরণ লক্ষ্য করলে এই ০৮০০ ৭৮৯ ৩২১ নাম্বারে এবং জরুরী কিছু অনুমান করলে ৯৯৯ নাম্বারে পুলিশী সাহায্যের জন্য তড়িৎ ফোন করতে আহ্বান জানানো হয়েছে।

স্বাক্ষর:
কাউন্সিলার জর্জিয়া গোল্ড
দলনেতা, কেমডেন কাউন্সিল

কাউন্সিলার আব্দুল হাই
সাম্প্রদায়িক ঐক্য, সমতা ও নিরাপত্তার দায়ীত্বপ্রাপ্ত কেবিনেট সদস্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT