1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাম রাজনীতিক আলাউর রহমান চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

বাম রাজনীতিক আলাউর রহমান চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৭৪ পড়া হয়েছে

হারুনূর রশীদ।। সময়ের সাহসী সন্তান, মুক্তিযুদ্ধকালীন মৌলভীবাজার মহকুমা ছাত্রইউনিয়নের সভাপতি ও মৌলভীবাজার মহকুমা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের প্রভাবশালী সদস্য আলাউর রহমান চৌধুরী অসুস্থ হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হঠাৎ করে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

৩ সন্তানের জনক এই রাজনীতিক ব্যক্তিজীবনে একজন সফল ব্যবসায়ীও। শেয়ার বাজারের স্থানীয় ব্যবসায় তিনি উল্লেখযোগ্য একজন ক্রয়-বিক্রয়কারী। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আলাউর রহমান চৌধুরী ১৯৬৯-৭০সালে মৌলভীবাজার মহকুমা ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরের বছরই ১৯৭০-৭১ সালে ওই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৬৮-৬৯ সালে তিনি মৌলভীবাজার মহাবিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৭০-৭১এর উত্থাল সময়ে গঠিত ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ মৌলভীবাজার মহকুমা শাখার তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতির দায়ীত্ব পালন করছেন। তার সুযোগ্য পুত্র তানজিম চৌধুরী নাবিল স্থানীয় ছাত্রলীগের একজন চৌকুস নেতা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT