লন্ডনে ফিলিস্তিনের পক্ষে হাজার মানুষের মিছিল
গত শনিবার, ২ নভেম্বর, গাজা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানের দাবিতে ১০০,০০০ এরও বেশি বিক্ষোভকারী লন্ডনের রাস্তায় নেমেছিল। বিশাল জনতা সেন্ট্রাল লন্ডন থেকে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করে, যুক্তরাজ্য সরকারের প্রতি অবিলম্বে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানায়।
বিক্ষোভটি ছিল যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত ফিলিস্তিনের জন্য ২১তম জাতীয় প্রতিবাদ। বিক্ষোভকারীরা ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা করে এবং গাজায় ফিলিস্তিনিদের “গণহত্যা” হিসাবে বর্ণনা করে। বক্তারা উত্তর গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অনুপ্রবেশের নিন্দা করেছেন, যা কার্যকরভাবে জাবালিয়া শরণার্থী শিবিরের শেষ অবশিষ্ট অ্যাক্সেস পয়েন্টগুলিকে অবরুদ্ধ করেছে এবং তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণর করছে।
মার্চে অংশগ্রহণকারী “বেঙ্গলিস ফর প্যালেস্টাইন” গ্রুপের সদস্য রাজনউদ্দিন জালাল বলেন, “আমরা এই নির্বোধ সহিংসতার অবসানের দাবি জানাতে এসেছি। যুক্তরাজ্য সরকারকে অবিলম্বে সমস্ত অস্ত্র বিক্রি বন্ধ করে ইসরায়েলের আগ্রাসনকে সক্ষম করা বন্ধ করতে হবে।”
নুরুদ্দিন আহমেদ, জাভেদ আখতার, আলা মিয়া আজাদ, লুকমান উদ্দিন, শফিক আহমেদ, জামাল আহমেদ খান, শেখ নূর, আহমেদ ফকর কামাল, নাফিস ইকবাল জামিল, নাদিরা হুদা, ফরিদা হাসান, সাদিয়া ওসমানী এবং মোফাসেল আহমেদ চৌধুরী সহ অন্যান্য বাঙালি সম্প্রদায়ের নেতারা ফিলিস্তিনি জনগণের সাথে তাদের সংহতি প্রদর্শনের জন্য বিক্ষোভে যোগ দেন । বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করে এবং দখলদারিত্বের নিন্দা ও ন্যায়বিচারের আহ্বান জানিয়ে স্লোগান দেয়। শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত বিক্ষোভের আয়োজন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আয়োজকরা।
বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে সমাবেশ
৫ই আগষ্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ী-ঘরে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকলক্ষেত্রে হিন্দুদের চাকুরীচ্যুত করার পাশাপাশি জোর করে হিন্দুদের সম্পদ দখল করছে হিন্দু বিদ্ধেষীরা। মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নীরিহসাধারণ হিন্দু গ্রেফতার করা হচ্ছে। এরই ধারা বাহিকতায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এরই প্রেক্ষিতে পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদমিনার প্রাঙ্গনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘‘সেকুলার বাংলাদেশ মুভমেন্ট’ সহ ব্রিটেনে বসবাসরত সর্বস্তরের হিন্দু জনগোষ্ঠী।
গত রবিবার ৩-নভেম্বর ২০২৪ প্রচারপত্র হাতে এই প্রতিবাদ সমাবেশে শতাধিক হিন্দু অংশ নেয়। তাদের প্রতি একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকটিসংগঠণ।
সমাবেশে বক্তব্য রাখেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের পক্ষে পুষ্পিতা গুপ্তা, শুসান্ত গুপ্ত, রানা মেহের, নারী দিগন্তের ফেরদৌসী লিপি, একাত্তরেরঘাতক দালাল নির্মুল কমিটির পক্ষে সৈয়দ এনামুল ইসলাম, স্মৃতি আজাদ, ইউনাইটেড হিন্দু ক্যালচারাল এসাসিয়েশনের পক্ষে দেবাশিস রায়, মনিষ শাহা, গণেশ ঘোষ, এসবিএল-এর পক্ষে অমিতোষ মজুমদার, অলক শাহা, ইউরোপীয়ান ওয়েলফেয়ার এসোসিয়েশনের আশিষ রায়, শ্যামল রায়, হিন্দু সোসাইটি ইউকের পক্ষে স্বরুপ স্যাম চৌধুরী, শিপন বর্মণ প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্রিটিশ সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের হিন্দুদের পাশে দাড়ানোর আহবান জানান। সমাবেশে বক্তারা হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্রবাদীদের জুলুম বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।