1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্যতিক্রমী এক প্রাইমারি শিক্ষিকার নাম মুক্তা - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

ব্যতিক্রমী এক প্রাইমারি শিক্ষিকার নাম মুক্তা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১৯৭ পড়া হয়েছে

এমদাদুল হক।। ব্যতিক্রমী এক প্রাইমারি শিক্ষিকার নাম মাছুমা আক্তার মুক্তা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তিনি। সম্প্রতি তার প্রশংসনীয় নানা কার্যক্রম সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই শিক্ষিকার বেশকিছু ব্যতিক্রমী ও প্রশংসনীয় কার্যক্রম দেখা যায়। স্কুলের কোমলমতি বাচ্চাদের আদর করে করে পাঠদানে ঢুকতে দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায় তিনি শিশু শিক্ষার্থীদের হ্যান্ডশেক করে আদর করছেন। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে শেয়ার করতে দেখা যায়। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে অনেকেই নানান ইতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন- ‘যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানাই। এরকম শিক্ষক প্রতিটি স্কুলে যদি থাকে তাহলে সু-শিক্ষিত সু-নাগরিক দ্রুত তৈরি হবে”। আরেকজন মন্তব্য করেছেন- ‘খ্বু ভাল লাগলো দেখে।

এভাবে শিক্ষক আন্তরিক হলে দেশ ও জাতি উন্নতি লাভ করবে। ধন্যবাদ ওই ম্যাডকে।’ এ বিষয়ে জানতে চাইলে সাগরনাল ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাছুমা আক্তার মুক্তা বলেন- ‘আমি চাই স্কুলে এসে বাচ্চারা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। স্কুলের প্রতি আগ্রহী ও আন্তরিক হয়। আমি তাদেরকে শ্রেনীকক্ষে ও শ্রেনী কক্ষের বাহিরে বিভিন্নভাবে পড়ালেখা ও ক্লাশের প্রতি মনযোগী হতে উদ্বুদ্ধ করি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এখন শিক্ষার্থীরা আনন্দের সাথে শ্রেণীকক্ষে এসে পাঠদান গ্রহণ করে। আমার বিশ্বাস এ প্রজন্মের যেসব শিক্ষার্থী স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে উল্যেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।’ মুক্তা সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের হোসাইন আহমদ আজাদ’র মেয়ে।

সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাসিনী মোহন্ত বলেন, মাছুমা আক্তার মুক্তা’র শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার এমন প্রশংসনীয় কার্যক্রমে আমরাও প্রশংসিত হয়েছি। আগে যেসব শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে চাইতো না, তারাও এখন নিয়মিত স্কুলে আসছে’এবিষয়ে জুড়ি উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ বলেন- ‘এটা আমাদের শিক্ষা
ব্যবস্থার জন্য খুবই মাইল-ফলক। আমরা খুবই আনন্দিত হয়ে বলছি যে, প্রাথমিক শিক্ষাকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এমন কার্যক্রম যেন ছড়িয়ে পড়ে। এমন সৃজনশীল কার্যক্রম দেশের প্রাথমিক শিক্ষাকে আরো উন্নত ও আকর্ষণীয় করবে।’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT