পশ্চিমা জগতে গাটের টাকা খরচ করে কুকুর-বেড়াল পোষা একটি সংস্কৃতি। বিভিন্ন আয়ের মানুষ ব্যক্তিগতভাবে কুকুর-বেড়ার পোষেন। কিন্তু কোন পোষা কুকুর বা বেড়াল তার মেজাজি চেহারার জন্য গণমাধ্যমে তোলপাড় তুলবে এমনকি মালিকের জন্য আয়ের উৎস হয়ে উঠবে এমনটি কেউ ভাবেনি অতীতে। তেমনি এক বিড়াল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা তাবাথা বুনডেসেনের পোষ্য বিড়াল। বিড়ালটির মালিক আদালতে মামলা ঠুকে এখন লাখপতি। স্কাই নিউজ থেকে সংগ্রহ করে ইত্তেফাক এ খবর দিয়েছে।
খবরে জানা যায় যে, ভারিক্কি চেহারার জন্য সেই বিড়ালের ছবিটি পশ্চিমা গণমাধ্যমে খুব জনপ্রিয় হয়ে উঠে। এতই জনপ্রিয় হয়ে উঠে যে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য বিড়ালের মালিকের সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে ‘গ্রেনাডে বেভারেজ এলএলসি’র সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু গ্রেনাডে বেভারেজ কোম্পানি বিড়ালটির কিছু ছবি চুক্তির বাইরেও বিজ্ঞাপনে ব্যবহার করায় মালিক তাবাথা বুনডেসেন রেগে গিয়ে আদালতের আশ্রয় নেন। ফলে, বিনা অনুমতিতে এবং চুক্তি বহির্ভূতভাবে ছবি ব্যবহার করার ‘কপি রাইট’ মামলায় বিড়ালটি জিতে গিয়ে ৭ লাখ ৭১ হাজার ডলার ক্ষতিপূরণ পেয়েছে। মূলতঃ এই ক্ষতিপূরণের টাকার মালিক এখন তাবাথা বুনডেসেনই। খবরসূত্র: ইত্তেফাক