1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মসুলে ১৪৫ জনকে খুন করে পোস্টে ঝুলিয়ে দিল আইএস, জাতিপুঞ্জ পৌরাণিক শিবের ভূমিকায়! - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া গুলিবিদ্ধ সেজে আহত তালিকায় নাম লিখিয়ে নেয়া ॥ শিবিরের ইফতার র‍্যাব-৯ এবং কমলগঞ্জ ও বড়লেখা পুলিশ হত্যামামলার ৪ আসামীকে আটক করেছে ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ দেশে ৩৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন, বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ রোগে মৃত্যুবরণ করে। আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মসুলে ১৪৫ জনকে খুন করে পোস্টে ঝুলিয়ে দিল আইএস, জাতিপুঞ্জ পৌরাণিক শিবের ভূমিকায়!

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ২৬৯ পড়া হয়েছে

মুক্তকথা: মসুল থেকে পালাতে চাওয়া ১৪৫ জন ইরাকি নাগরিককে খুন করে তাদের মৃতদেহগুলি রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইসিস)। ইরাকের এক নিরাপত্তা অফিসার এই খবর দিয়েছেন।
ইরাকের সরকারি সংবাদমাধ্যম ‘এফে নিউজ’ জানিয়েছে, মসুল শহরের পাশেই রয়েছে আরেকটি শহর আল-ঝানজিলি। আইএসের ভয়ে সেখানকার মানুষ দলে দলে ইরাক ছেড়ে পালাতে চেয়েছিলেন অন্য দেশে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই তাঁদের ধরে ফেলে আইএস জঙ্গিরা। তার পর ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ১৪৫ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তাঁদের মৃতদেহগুলি ঝুলিয়ে দেওয়া হয় ইলেকট্রিক পোস্টে।
ভারতীয় সংবাদ সংস্থার বরাতে খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার। আইএসআইএস কর্তৃক হত্যার খবর এখন আর তেমন গুরুত্ব বহন করতে দেখিনা আন্তর্জাতিক বা প্রাচ্য-পাশ্চাত্য দেশীয় সংবাদ মাধ্যমে। এ যেনো সহনশীল সচরাচরের ঘটনা হয়ে দাড়িয়েছে। উপরের খবরটিও আনন্দবাজারসহ কতিপয় পত্রিকায় প্রকাশের নমুনায় তাই মনে হয়েছে আমার কাছে। এ নিয়ে বিশাল অতীত ইতিহাস ঘাটিয়ে সাহিত্যরচনা করে লাভের কিছু দেখিনা। হয়তো আমার সাহিত্য চর্চ্চা হবে! কিন্তু ইরাকের মশুলের মানুষগুলোর কোন উপকারেই আসবেনা। তাই, খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই আর তা হলো- আর কত কাল এ হ্ত্যা যজ্ঞ চলবে? জাতিপুঞ্জ আসলেই কি কোন শক্তি রাখে, না-কি নামেই শুধু মহাভারতীয় উপখ্যানের সেই মহাপরাক্রমশালী ভীষ্ম। যিনি বস্ত্র হরণের পরও বাক্যব্যয় ছাড়া বস্তুতঃ কিছুই করতে সক্ষম ছিলেন না। যুদ্ধে প্রান বিসর্জন দিয়ে তা প্রমাণ করেছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT