1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুক্তির গাঁয়ে মারামারি ২০/৩০জন আহত - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

মুক্তির গাঁয়ে মারামারি ২০/৩০জন আহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ১৪৫০ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। অনুমান ছাতক, সুনামগঞ্জের মুক্তির গাঁও থেকে একজন সংবাদদাতা জানিয়েছেন তাদের গাঁয়ের দুই পাড়ায় আজ বড় আকারের এক মারামারি সংঘটিত হয়েছে। মারামারিতে ২০/৩০জন মানুষ মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। মারাত্মক জখমপ্রাপ্তদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। মারামারির কারণ জানা যায়নি। সংবাদদাতা সম্ভবতঃ অনুশীলনরত একজন অপেশাদার সাংবাদিক। তাই তিনি সংবাদটি সাথে সাথেই পাঠিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট অল্পকিছু তথ্য দিতে ভুলে গেছেন কিংবা হাতে সময় করতে পারেননি। বিশেষ কিছু তথ্য আছে যা একটি সংবাদে অনুপস্থিত থাকলে তা আর সংবাদের পর্যায়ে পড়েনা। এতে পাঠক সমাজ সংবাদটি নিয়ে বিভ্রাটে পড়েন। এমন‌ও হতে পারে ওই সংবাদদাতা হয়তো প্রাথমিকভাবে ঘটনাটি যে ঘটেগেছে এবং ভয়াবহ আকারে ঘটেছে তাই সবার আগে পৌঁছানোর প্রবল ইচ্ছায় তাৎক্ষনিক পাঠিয়েছেন। পরে বিস্তারিত পাঠাবার ইচ্ছে ছিল কিন্তু কোন বিশেষ কারণে এখনও পাঠাননি।
ফলে মারামারির কারণে মারাত্মক আঘাতপ্রাপ্ত কয়েকটি বিভৎস ছবি ছাড়া আর কোন তথ্যই ‌আমাদের হাতে পৌঁছায়নি। যারা আঘাত পেয়েছেন তাদের নাম, বয়স, কিংবা পুলিশে কোন মামলা হয়েছে কি-না কিংবা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কি-না এসব কোন কিছুই আমরা জানতে পারিনি। এমনকি ঠিক কখন ঘটনাটি ঘটেছে আর কি নিয়ে এমন খুনোখুনি তাও জানতে পারিনি। ছবিগুলো দেখে মনে হয়েছে বেশ বড় আকারের মারামারি হয়েছে। একেকজনের শরীরে ভয়ঙ্কর বিভৎস সেসব জখমের দাগ। যা দেখলে সাধারণ মানুষ ভয় পেতে পারে তাই ছবিগুলো আমরা পত্রস্ত করা থেকে বিরত থাকলাম। শুধু একটি ঘটনা যে ঘটেছে তার জানান দেয়ার উদ্দেশ্যে সংবাদদাতার পাঠানো ছবিগুলোর থেকে দু’টি ছবি এখানে দেয়া গেল। বাকীগুলো সযত্নে আমরা কিছুদিন সংরক্ষন করবো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT