1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর 'আশ্রয়ন' থেকে ঘর পাচ্ছেন ৮৫টি পরিবার - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর ‘আশ্রয়ন’ থেকে ঘর পাচ্ছেন ৮৫টি পরিবার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৩৬ পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিব শতবর্ষে ভূমিহীন “ক”শ্রেনীর ৮৫টি পরিবার খাস জমিতে প্রধানমন্ত্রীর দূর্যোগ স্থানীয় ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। সরকারে শ্রেণীভুক্ত ১৭০ একর খাস জমিতে ৮৫টি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। “আশ্রয়ন-২” প্রকল্পের নামে ভূমিহীন পরিবারকে ২ শতক জায়গা প্রদান করে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ঘর তৈরী করে দিচ্ছে উপজেলা প্রশাসন।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য “দূর্যোগ স্থানীয় গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় গত ১৬ নভেম্বর দুপুরে ২০টি গৃহ নির্মান “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের আনুষ্টানিকভাবে ভিত্তিপ্রস্তর বসানোর মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশ ব্যাপী দূযোর্গ স্থানীয় ঘর নিমার্ণ করার উদ্যোগের অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলায় “ক” শ্রেণীর ভুক্ত খাস ভুমি চিহ্নিত করে ভুমিহীনদের ঘর নিমার্ণ কাজ শুরু করা হয়েছে। এসব জায়গায় অন্য কাউকে দেয়া হবে না। ওই জায়গায় যারা বসবাস করেন বা দখল করে আছেন তাদেরকে ২ শতক জায়গা দিয়ে এসব ঘর তৈরী করা হচ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ৮৫টি ঘরের বরাদ্ধ এসেছে।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের কাবিটা কর্মসূচীর আওতায মুজিব শতবর্ষ উপলক্ষে এসব ঘর তৈরী করা হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT