কুলাউড়ার পাইকপাড়া-সুলতানপুর থেকে রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে
অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এলাকার মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রতিবাদে রনচাপ এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার (১৮ মে) বিকাল ৫টায় রনচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেনু মিয়া, বিএনপি নেতা আব্দুর রব, ক্বারী আতাউর রহমান, ফজলুল হক (ফুল), শিবলু মিয়া প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর টু রনচাপ পাকা সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, পর্যাপ্ত পরিমাণ গালা ও বিটুমিন সামগ্রী ব্যবহার না করে মাটির স্তরের উপর কার্পেটিং করাসহ নানা অনিয়ম-দুর্নীতি বরা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে ঠিকাদার এলাকার লোকদের সাথে খারাপপ আচরণ করে। এই সড়ক নির্মাণের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অবিলম্বে উক্ত রাস্তার অনিয়ম-দুর্র্নীতির দ্রুত তদন্ত করে সংস্কারের জন্য প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।
কমলগঞ্জে ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৫ থেকে ২৭ মে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংস্কার বোর্ড- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।
![]() |
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা। ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমিসেবা স্টল স্থাপন করা হবে, যেখানে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে।
এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আরও বলেন, মেলায় আগত সেবাপ্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা করা। আগত দর্শনার্থীদের যেকোন ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে। মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে বিভিন্ন লিফলেট, বুকলেট জনসচেতনতার জন্য নাগরিকের নিকট পৌছানো হবে।
মেলায় বেসরকারি পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথ থাকবে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা সহায়তা নির্দেশিকা- ২০২৫ এর নির্ধারিত রেট অনুযাযী ভূমিসেবা প্রদান করা হবে। তাছাড়া উদ্বোধনী মেলায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হবে। এ সময় কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
Comments are closed.
Very good https://shorturl.fm/TbTre
Awesome https://shorturl.fm/oYjg5
Very good https://shorturl.fm/TbTre
Very good partnership https://shorturl.fm/9fnIC
Very good https://shorturl.fm/bODKa
Very good partnership https://shorturl.fm/9fnIC
Very good partnership https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/m8ueY