1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডনে বাঙ্গালী লোককাহিনী বিনোনের পালাগান - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

লন্ডনে বাঙ্গালী লোককাহিনী বিনোনের পালাগান

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৩৫৩ পড়া হয়েছে
পালাগান

লন্ডন: শুক্রবার, ১৭ই চৈত্র ১৪২৩।। যুক্তরাজ্যের ‘রাধারমণ সোসাইটি’ আজ পরিবেশন করলেন বাংলা পালা গান ‘বিননের কিচ্ছা’। এ ছিল, প্রাচীন বাংলার গ্রামীন জীবনের মরমে গাঁথিয়া থাকা বাংলা পালাগান ‘বিনন্দের কেচ্ছা’র বিলেতে অভূতপূর্ব এক বাদ্য-নাট্য পরিবেশনা। এ বাদ্যনাট্য প্রাচীন বাংলার লোককাহিনী পরিবেশনের এক অনবদ্য রূপ। চর্যাপদের কীর্তণ এর উৎস। প্রাচীন বাঙ্গলার গ্রামীন জীবনে মানুষের বিড়ম্বনা দুঃখ-দুর্দশা সবই ভাগ্যনির্ধারিত বলে প্রচলিত তথাকথিত সমাজ-সংস্কৃতির বিরুদ্ধে ‘বিনন্দের কেচ্ছা’সহ অনেক লোক কাহিনী রয়েছে যা মানুষের ঘুরে দাঁড়াবার শক্তিমান কিছু অমর কাহিনী। এসব কাহিনীর কথা ও সুর মানুষকে আশান্বিত করে তুলে, দেখায় ফিরে আসার পথ।

যুগে যুগে মানুষের তথাকথিত নিয়তি-নির্ধারিত সব হৃদয় বিদারক ঘাত-সংঘাতের বিরুদ্ধে মানুষ বারবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। দুনিয়ার দেশে দেশে, সমাজ সংস্কৃতিতে এইসব বীরত্ব আর বিপর্যয়ের গাঁথা মানুষের কথায় আর সুরে প্রাণ পেয়েছে, হয়েছে অমর। জীবন্ত হয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী। আজও গ্রামীন বাংলার মাঠে-ঘাটে এসব বীরত্বগাঁথা গীত হয়ে থাকে সমান মর্যাদায়।
অনুষ্ঠানের আয়োজন করেন নেহরু সেন্টার আর মঞ্চায়ন করেন ‘রাধারমণ সোসাইটি’ যুক্তরাজ্য। পালায় যারা অংশ নেন তারা হলেন- পরিচালক: টিএম আহমদ কায়ছার, নেপথ্য পরিচালক: লুৎফুর রহমান, অমর বৈদ্য, সুজিত চৌধুরী, এম্পল পেদ্দার, নারায়ণ দে, এলিচ বেরণ ও নৃত্য শিল্পী সোহেল আহমেদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT