মুক্তকথা সংবাদকক্ষ।। লন্ডনের মেয়র সাদিক খান শহরবাসী সকলকে নিজেদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয় আরো সাবধানের সাথে নজরদারীতে রাখার আন্তরিক আহ্বান জানিয়েছেন। ভয়ঙ্কর মহামারী আকারের করোণা ভাইরাসের উল্লেখ করে জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।
সাদেক খান বলেন, “আমরা সকলেই ভয়ঙ্কর মহামারী করোণা থেকে নিজেদের রক্ষার মাধ্যমে লন্ডনকে সকল দিক থেকে নিরাপদ রাখার কাজের একেকজন অংশীদার। এখনও যদি আপনার মুখ ঢেকে রাখার মুখোশ সংগ্রহ করে না থাকেন শীঘ্রই সংগ্রহ করে নিন। মুখ ঢেকে রাখার মুখোশ বানানো খুব কঠিণ কিছু নয়। নিজের ঘরে রাখা কাপড় দিয়েও মুখঢাকনা বানিয়ে নিয়ে কাজে লাগাতে পারেন।”
-
-
- আপনার নাক ও মুখ ঢেকে রাখার সময় খেয়াল রাখবেন যাতে আরামে শ্বাস-নিঃশ্বাস নিতে পারেন।
সব সময় মুখঢাকনা ধুয়ে পরিষ্কার রাখবেন।
- বাজারে কিছু মুখঢাকনা পাওয়া যায় যা’তে শ্বাস ছাড়া-নেয়ার ঠোল লাগানো থাকে। এগুলো আসলে কাজের নয়। শরীর থেকে বেরিয়ে যাওয়া শ্বাস বিশুদ্ধ করতে পারেনা। সুতরাং আপনার পাশের লোকের জন্য এটি নিরাপদ নয়।
- আপনার মুখোশ বা গ্লাবস যত্রতত্র ফেলে দেবেন না। এতে অন্য মানুষ সংক্রমিত হতে পারে। নিজের মুখোশ বা গ্লাবস খুব খেয়াল করে ময়লাবাক্সে ফেলবেন। অন্যতায় অন্য মানুষকে ঝুঁকিতে রাখবেন।
- কখনও লম্বা গলার জাম্পার বা জেকেট পড়বেন না নাখ-মুখ ঢেকে রাখার জন্য।
সূত্র: সিটি হল, লণ্ডন
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন