মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার পৌর শহরের মুসলিম কোয়াটার এলাকায় শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা শনিবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আনোয়ার হোসেন-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সৈয়দ সিরাজ উদ্দিন আহমদ, বদরুল হাসান জোসেফ, কামরুজ্জামান খালেদ ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।