মুক্তকথা সংবাদকক্ষ।। খবরটি ভারতের উত্তর প্রদেশের স্যার সুন্দরলাল হাসপাতালের। প্রথমে ডাক্তারগন বুঝতেই পারেননি যে শিশুটির কোন অসুখ-বিসুখ রয়েছে। কিন্তু জন্ম নেয়ার বিশ দিনের মাঝে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে পুনঃরায় হাসপাতালে ভর্তি করা হয়। সাধারণ জ্বর বা পেট ব্যথা ভেবে চিকিৎসা করতে গিয়েই ডাক্তারগন রীতিমতো হকচকিয়ে যান। শিশুর পেটের ভেতরে রয়েছে তারই যমজ। এমন খবরই প্রকাশ করেছে “এবেলা”।
অবশেষে দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর সেই ভ্রুণটিকে বাদ দেওয়া হয়। পরে চিকিৎসকরা বলেছেন, প্রতি পাঁচ লক্ষে একটি শিশুর ক্ষেত্রে এই বিরল ঘটনা ঘটে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘ফিটাস ইন ফেটু’।
বিশ দিনে ভ্রুণটির হাত পা মেরুদণ্ডও তৈরি হয়ে গিয়েছিল। পরে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বাদ দেওয়া হয় ভ্রুণটিকে। চিকিৎসকের দাবি, সারা পৃথিবীতে ২০০-র বেশি এমন ঘটনার নজির নেই। শিশুটি এখন ভালই আছে।