1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংসদ নেতা হলেন শেখ হাসিনা - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সংসদ নেতা হলেন শেখ হাসিনা

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ পড়া হয়েছে

টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত হলেন

শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। এনিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন বঙ্গবন্ধুকন্যা।

আজ বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। বেগম মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়েছে।

এদিকে, সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এছাড়া নুর ই আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। আগে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT