1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
স্ত্রী'র পোষাক-পরিচ্ছদের খরচে নিয়ম ভঙ্গের অভিযোগ বৃটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে - মুক্তকথা
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

স্ত্রী’র পোষাক-পরিচ্ছদের খরচে নিয়ম ভঙ্গের অভিযোগ বৃটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ পড়া হয়েছে

দলীয়স্বজন প্রীতি ও সংসদীয় নিয়ম ভঙ্গের অভিযোগে
তদন্ত দাবী

 

স্ত্রী ভিক্টোরিয়া আলেক্সজান্ডারের পোষাক-পরিচ্ছদের খরচে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মারের বিরুদ্ধে। “দি সানডে টাইমস” পত্রিকায় প্রকাশের বরাত দিয়ে এমন অভিযোগের খবর প্রকাশ করেছে লণ্ডনের বহুল পঠিত সংবাদপত্র ‘মেট্রো.কো.ইউকে’।

অভিযোগে প্রকাশ, বিগত জুলাই মাসের সাধারণ নির্বাচনে বিজয়ের আগে ও পরে শ্রমিকদলের ধনবান পৃষ্টপোষক লর্ড ওয়াহিদ আলী বেগম কেয়ার স্টার্মার ভিক্টোরিয়া আলেক্সজান্ডারকে ব্যক্তিগত পোষাক-পরিচ্ছদের জন্য অর্থ সহায়তা করেন। দেশের আইন হলো যে কোন এমপি’কে কোন দান-দক্ষিণা পাওয়ার ২৮দিনের মধ্যে তা প্রকাশ করতে হবে। কিন্তু এমপি স্যার কেয়ার স্টার্মারের বেলায় তা হয়নি বলে অভিযোগ এনেছে “দি সানডে টাইমস”।

‘দেরিতে ঘোষণা’ বলে নথিভুক্ত করার জন্য গত মঙ্গলবারে সংসদীয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী অনুরোধ জানান বলে ‘দি সানডে টাইমস’ লিখেছে।

ফলে, সংসদে বিরুধী রক্ষণশীল দল, অভিজাত লর্ড আলী’র সাথে স্যার স্টারমারের যোগাযোগের সূত্র ও ধরন জানার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবী করেছে।

১০নং ডাউনিং স্ট্রীটের একজন মহিলা মুখপাত্র বলেন যে, ‘আমাদের বিশ্বাস যে আমরা নমনশীল, যাহোক এমাসের জিজ্ঞাসাবাদে আমরা আরো বিষয়বস্তুর কথা উল্লেখ করেছি। এ বছর স্যার কেয়ার স্টারমার, অনলাইন ফেশনের খুচরা বিক্রেতা ‘আসস’ এর সাবেক চেয়ারম্যান লর্ড আলীর কাছ থেকে ১৯০০০ পাউন্ড মূল্যের পোষাক-পরিচ্ছদ ও বেশ কয়েক জোড়া গ্লাস পেয়েছি।

অবশ্য লর্ড আলীর সাথে স্যার কেয়ারের ঘনিষ্টতা বিতর্কিত বলে প্রতিয়মান হয়েছে যখন জানা গেছে যে লর্ড আলীকে সরকারী নিয়ম না থাকা সত্ত্বেও ১০নং ডাউনিং স্ট্রিটে যাতায়াতের জন্য নিরাপত্তা ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এসবের কারণে, লর্ড আলী-স্যার কেয়ার সম্পর্কের বিষয়টিকে স্বজনপ্রীতিমূলক পক্ষপাতিত্ব এবং সংসদীয় নিয়মনীতির লঙ্ঘন উল্লেখ করে রক্ষণশীল দল এর পু্ঙ্খানুপুঙ্খ তদন্ত দাবী করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT