লন্ডন।। ঘরবন্ধী বা লকডাউন শিথিলের পর বিগত ৪৮ঘন্টার মধ্যে লন্ডনের ৬টি হাসপাতালের কোথাও করোনায় মারা যাওয়ার ঘটনা ঘটেনি। এছাড়াও গত দু’সপ্তাহের মধ্যে আক্রান্ত রোগী ধরা পড়েছে যাদের পরিমান দৈনিক মাত্র এক’শ জনেরও কম। সরকার এতে নতুন আশার আলো দেখছে। ফেব্রুয়ারীতে করোনাভাইরাসের এই মহামারি শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের রাজধানী লন্ডন ছিলো নিউইয়র্কের পরেই বিশ্বের দৃষ্টি রাখার জায়গা। সংবাদ মাধ্যম থেকে জানা গেছে লন্ডন এবং ইস্ট ইংল্যান্ডের কোথাও করোনা আক্রান্তের রেকর্ড পায়নি স্বাস্থ্য বিভাগ। এতে আবার অতি উৎসাহিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পিএইচই স্বাস্থ্য বিভাগের প্রধান।
এর ব্যাখ্যায় তিনি বলেন, বিষয়টি এমন নয় যে মহামারি শেষ হয়ে গেছে বা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের বক্তব্যে জানা যায় লন্ডনে গত রবিবার আক্রান্ত হন ১৯, শনিবারও ১৯জন আক্রান্ত হয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার ৭৭ জন এবং শুক্রবার ৫৩জন আক্রান্ত ছিলেন। মঙ্গলবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান অফিসের সূত্রমতে ১৩ মে পর্যন্ত লন্ডনে করোনায় মৃত্যু বরণ করেছেন ৫৯০৩জন। সূত্র: সংবাদ মাধ্যম