মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ি উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজার, জুড়ি পয়েন্টসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।
আজ বুধবার (১৮মে) বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মেসার্স বাছিত ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত সাজু রাজু এন্ড রাতিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, আল্লাহ্র দান ষ্টোরকে ৫ হাজার টাকা, কাঁঠালতলী বাজারে অবস্থিত মেসার্স রেদওয়ান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমান ও তা আদায় করা হয়। এসময় কাঠালতলী বাজারের রেদওয়ান ট্রেডার্স থেকে ৬শ লিটার সোয়াবিন তেল জব্দ করে সাধারন ভোক্তাদের মাঝে বিক্রী করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় মো: শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে জুড়ি উপজেলার উপজেলা চত্বরে অবস্থিত নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% ৩ হাজার ৫শ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।
আজকের অভিযানে মোট ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।