1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৭ হাজার ২ আসামীর গ্রেফতারী পরোয়ানা জারি আছে কাগজে? - মুক্তকথা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

৭ হাজার ২ আসামীর গ্রেফতারী পরোয়ানা জারি আছে কাগজে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪৯৭ পড়া হয়েছে

মৌলভীবাজারে বার্ষিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

জেলায় কাগজেই জারী আছে গ্রেফতারী পরোয়ানা। বাস্তবে আসামীরা নতুন নতুন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে

আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে গত শনিবার আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বাহাউদ্দিন কাজী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(পিবিআই) নজরুল ইসলাম, জেলা আইজীবি সমিতির সভাপতি এএসএম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক কামরেল আহমদ চৌধুরী প্রমূখ।
এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, চলতি বছরের পহেলা জুন পর্যন্ত বিভিন্ন থানার মোট ৭হাজার ২টি আসামী গ্রেফতারী পরোয়ানা, ১শ ৭২টি ক্রোকি পরোয়ানা ও ১ হাজার ৪শ ৫৫টি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে। এসব সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার আসামীরা আদালতের বাহিরে থেকে নতুন নতুন অপরাদের সাথে জড়িয়ে পড়েছে উল্যেখ করে তিনি বলেন, পরোয়ানা জারীর ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আরো তৎপর হতে হবে।

রাজনগর-খেয়াঘাটবাজার সড়ক সংস্কার ও কুশিয়ারা নদীতে প্রস্তাবিত সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

মৌলভীবাজার-রাজনগর-খেয়াঘাটবাজার সড়ক সংস্কার ও কুশিয়ারা নদীতে প্রস্তাবিত সেতু নির্মানের দাবীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খেয়াঘাটবাজারে কুশিয়ারা তীরের সর্বস্থরের জনগণ, লাইটেস সমিতি ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে আজমান আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন-রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমদ বিলাল, আ’লীগ নেতা বখতিয়ার উদ্দিন, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, জসিম মিয়া, আহমদুর রহমান ইমরান, হেলাল আহমদ, রুবেল আহমদ, রিপন আহমদ, রুমেন আহমদসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াদুদ, রাজনগর প্রেসক্লাব সম্পাদক আব্দুর রহমান সোহেল, ফরহাদ হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা মৌলভীবাজার-রাজনগর-খেয়াঘাটবাজার সড়ক অনতি বিলম্বে সংস্কার, বালাগঞ্জ ও রাজনগর উপজেলার প্রাণের দাবী কুশিয়ারা নদীতে প্রস্তাবিত সেতু দ্রুত বাস্থবায়ন করতে সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবী জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT