1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অতুল সৌভাগ্য এমন হয় ক'জনার! মসজিদে নামাজে হয় মৃত্যু যে জনের - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

অতুল সৌভাগ্য এমন হয় ক’জনার! মসজিদে নামাজে হয় মৃত্যু যে জনের

মামুন রশীদ মহসিন॥
  • প্রকাশকাল : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ পড়া হয়েছে

আরবী দিনপঞ্জিকার উপবাসের মাস রমজান। এখন বিশ্বব্যাপী চলছে মুসলমানদের উপবাসের ব্রত। মহান এ উপবাসব্রত পালন মুসলমানদের নিকট অনন্য উচ্চতার এক পবিত্রতা। মাসব্যাপী এই উপবাসব্রত মুসলিম মানসকে ধূয়েমোছে এক নিরহঙ্কার মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে জীবনকে করে তোলে মহিমান্বিত বলেই মুসলিম মানসের হাজার বছরের বিশ্বাস। মহাপবিত্র এই মাসে কোন মানবপ্রানের ধরিত্রী থেকে বিদায়কে মনে করা হয়, স্বর্গারোহনের পথকে কন্ঠকমুক্ত করে সরাসরি পৌঁছে দেয় অনন্ত শান্তির শেষ দরওয়াজায়। এ এক নিষ্কলুষ অতুলনীয় আত্মতৃপ্তি!
মুসলমানদের মননজগতের এমন শতভাগি পবিত্রতার মাসে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন তিনি। আর এই তিনি হলেন সেই সৌভাগ্যবান মানবাত্মা, মৌলভীবাজার শহরের ২নং ওয়ার্ড সোনাপুর এলাকায় বসবাসরত অগ্ৰনী ব্যাংক মস্তফাপুর শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী(জাভেদ আহমদের বাবা)। গতকাল রোজ বৃহস্পতিবার ২৯এপ্রিল ২০২১ইং দিনগত রাত ৮’৪০মিনিটে মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদে নামাজ পড়া অবস্থায় এই মহাত্মা মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজ আগামী কাল দুপুর ১১-ঘটিকার সময় মৌলভীবাজার সরকারি মহা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের ২য় জানাজা মরহুমের নিজ গ্ৰামের বাড়ী বাহুবল উপজেলার আলাপুর গ্রামে অনুস্টিত হবে। এমন মহৎ প্রানের বিদায়ে আমরা ব্যথিত, মর্মাহত! বেদনা বিধুর পরিবারের প্রতি জানাই আমাদের মনের গভীর থেকে সমবেদনা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT