প্রয়াত গোলাম মোস্তফা সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার সরকারী মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। অধ্যাপনায় অবসর নিয়ে ‘রহমান হার্ডওয়্যার’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সাদাসিদে সহজ জীবনের অধিকারী গোলাম মোস্তফা শহরের খ্যাতিমান সমাজসেবক, রাজনীতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত পৌর চেয়ারম্যান সাজ্জাদুর রহমান পুতুল-এর আপন ছোট ভাই ছিলেন।
অধ্যাপক গোলাম মোস্তফার বাবা ইংরেজ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত সুদীর্ঘ সময় মৌলভীবাজারের খ্যাতিমান মোক্তার ছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ছহবৎ মোক্তার বলেই সুপরিচিত ছিলেন। তিনি মৌলভীবাজারের একজন প্রাচীনতম ক্রীড়া সংগঠকও ছিলেন। আইন পেশার পাশাপাশি ফুটবল খেলার প্রতি ছিল তার অপার আগ্রহ। তিনি ভাল ফুটবল খেলোয়াড় হিসেবেও সুপরিচিত ছিলেন। ‘ছহবৎ মোক্তার’ ষাটের দশকে মৌলভীবাজারের ফুটবল অঙ্গনে সবচেয়ে শক্তিমান রেফারী হিসেবে নিজের প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছিলেন।
|