মুক্তকথা সংবাদকক্ষ।। হত্যা না অপমৃত্যু! এমন একটি প্রশ্ন ঘুরছে শহরের সাধারণ মানুষের মাঝে। মৌলভীবাজারে প্রায়াত সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বাড়ির পিছনের পুকুর থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৫মার্চ রাত ১১টার সময় বাড়ির পুকুর থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
একজন পাহাড়াদার, বাড়ির পেছনের পুকুরে লাশটি পড়ে থাকতে দেখে বাড়ির লোকদের কাছে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এলাকার কতিপয় অধিবাসী জানান অজ্ঞাত মৃত এ লোককে ছন্নছাড়া পাগলের মত শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যেতো। অনেকেই মনে করেন এমন পাগল নিরীহ মানুষকে কে মারতে যাবে(?)। তবে প্রশ্ন হলো লোকটি মারা গেলো কিভাবে? চূড়ান্ত সুরতহাল বিবরণে মৃত্যুর মূল কারণ জানা যাবে বলেই মানুষের ধারণা।