কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন একজন গণ্যমান্য সংসদ সদস্য! আর তিনি হলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য(এমপি) শহীদ ইসলাম। কাজী পাপুল নামে সবার কাছে তার পরিচিতি রয়েছে। কুয়েতের বাংলাদেশি কমিউনিটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে তার গ্রেপ্তারের বিষয়। খবরটি প্রকাশ করেছেন ঢাকা ট্রিবিউন।
কুয়েতের মুশরেফ আবাসিক এলাকার বাংলাদেশী সম্প্রদায় সূত্রে তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত লিখেছেন। কুয়েতের বাংলাদেশ রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি তবে বলেছেন, গ্রেপ্তারের ঘটনাটি তিনি শুনেছেন। রাষ্ট্রদূত আরো বলেছেন যে, শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। সিআইডি কাজী পাপুলকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলে সংবাদ মাধ্যমটি নিশ্চিত হয়েছে যে, পত্র-পত্রিকাতে যে বাংলাদেশি নাগরিকের কথা বলা হচ্ছে তিনি লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপলু।
তার স্ত্রী সেলিনা ইসলাম, তিনিও বাংলাদেশ সংসদের সংরক্ষিত আসনের একজন সাংসদ, তার স্বামীর গ্রেপ্তারের খবরকে গুজব বলে দাবী করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বলেছেন তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না। তবে এটি দুঃখজনক! অবশ্য প্রবাসে থাকা যেকোন নাগরীক তার দেশ থেকে আইনগতভাবেই সহায়তা পাওয়ার অধিকার রাখে। একটি বিশেষ দিক উল্লেখ করেছে ট্রিবিউন আর তা হলো রাজনৈতিক অঙ্গনের কোনরূপ পূর্বধারণা ছাড়াই ২০১৬সাল থেকে হঠাৎ করেই এই পাপুল রায়পুরের রাজনৈতিক অঙ্গনে স্থান করে নেন এবং ২০১৭সালে অজ্ঞাত কোন এক কারসাজীতে সাংসদ পদ পেয়ে যান।
|